ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ৬ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নিজের নির্বাচনি এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমির হামজা।

তিনি বলেন, ‘‘পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দল রাজপথে আন্দোলন করছে। আশা করব, যারা দায়িত্বে আছেন তারা দাবি মেনে নেবেন। সরকারে যারা আছেন তারা এত মানুষের সেন্টিমেন্ট যদি না বোঝেন, তবে দায়িত্বে থাকা ঠিক নয়।’’

আমির হামজা বলেন, “আমরা যেখানে গেছি, সেখানকার মানুষ ঘর থেকে বের হয়ে সালামের জবাব দিয়েছে। আশা করছি, এভাবে এগোতে পারলে আগামী নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বনানীতে সেভয়ের ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

প্রিমিয়াম আইসক্রিম অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে রাজধানীর বনানীতে প্রথমবারের মতো চালু হলো সেভয় গ্যালারির নতুন আউটলেট।

শুক্রবার (১৪ নভেম্বর) বনানীর রোড–৭ বি, প্লট–৫০-এ সেভয় আইসক্রিমের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করা হয়।

বনানীর এই নতুন আউটলেটের মনোমুগ্ধকর নান্দনিক ছোঁয়া আর আরামদায়ক পরিবেশ, যেখানে পরিবার ও বন্ধুরা একসঙ্গে বসে উপভোগ করতে পারবে প্রিমিয়াম আইসক্রিমের আসল অভিজাত স্বাদ।

বর্তমানে ঢাকার ধানমন্ডি, তেজগাঁও, শেফ’স টেবিল গুলশান–১, মেরুল বাড্ডা এবং শেফ’স টেবিল সিলেটে ব্র্যান্ডটির শাখা রয়েছে। ভবিষ্যতে ঢাকার বাইরে বিভিন্ন শহরে শাখা খোলার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির।

সম্পর্কিত নিবন্ধ