আজ ধোনির ৪৪তম জন্মদিন। এই দিনে ধোনিকে মানুষ কেন মনে রাখবে, এমন সাতটি কারণ খোঁজার চেষ্টা করা যেতে পারে।

মহেন্দ্র সিং ধোনিকে আপনি কেন মনে রাখবেন?

কেউ এই প্রশ্ন করলে আপনিও একটা পাল্টা প্রশ্নও ছুড়ে দিতে পারেন—তাঁকে ভুলব কীভাবে? কাউকে ভালোবাসলে সমর্থকেরা তাঁকে কারণে বা অকারণে মনে করবেনই! তবে কিছু ক্রিকেটার এমন, যাঁদের আপনি মনে করতে বাধ্য। হতে পারে সেটি রেকর্ডের কারণে কিংবা তিনি এক বর্ণাঢ্য চরিত্র বলে।

ধোনি আসলে কোন শ্রেণির? নাকি এসব মিলে যা দাঁড়ায়, সেটাই ধোনি। যাঁকে মানুষ ভালোবাসে, যিনি মাঠে ব্যাটসম্যান বা অধিনায়ক হিসেবে একের পর এক কীর্তি আর রেকর্ড গড়েন.

..সব মিলিয়ে হয়ে ওঠেন দুর্দান্ত একটা চরিত্র।

তবু ধোনিকে মানুষ কেন মনে রাখবে, এমন সাতটি কারণ খোঁজার চেষ্টা করা যেতে পারে। সংখ্যাটা কেন ৭, সেটি নিশ্চয়ই জানেন! ধোনির জন্ম ৭ তারিখ, সেটি ছিল সপ্তাহের সপ্তম দিন। মাসের সিরিয়ালে জুলাইও সপ্তম। সালটা ছিল ১৯৮১। ৮ থেকে ১ বিয়োগ করলে হয় ৭। এসব কারণেই ধোনি ‘সাতাচ্ছন্ন।’ জার্সি নম্বর ৭। আর সেটি অন্য কেউ পরতেও পারবেন না।  তিনি অবসর নেওয়ার পর ভারত ৭ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে। তাই কারণ খুঁজতে গিয়ে সাতকে আর দূরে সরিয়ে রেখে কী হবে!

যিনি সব জিতিয়েছেন

২০০৭ সালে তরুণ দল নিয়ে জিতেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০১১ সালে ঘরের মাঠে পাহাড়সম চাপ নিয়ে ধোনি ভারতকে ওয়ানডে বিশ্বকাপও জেতান। সেই বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরাও হন ক্যাপ্টেন কুল।

২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর ধোনি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

যে ৭টি কারণে ধোনিকে আপনার মনে রাখতেই হবে

আজ ধোনির ৪৪তম জন্মদিন। এই দিনে ধোনিকে মানুষ কেন মনে রাখবে, এমন সাতটি কারণ খোঁজার চেষ্টা করা যেতে পারে।

মহেন্দ্র সিং ধোনিকে আপনি কেন মনে রাখবেন?

কেউ এই প্রশ্ন করলে আপনিও একটা পাল্টা প্রশ্নও ছুড়ে দিতে পারেন—তাঁকে ভুলব কীভাবে? কাউকে ভালোবাসলে সমর্থকেরা তাঁকে কারণে বা অকারণে মনে করবেনই! তবে কিছু ক্রিকেটার এমন, যাঁদের আপনি মনে করতে বাধ্য। হতে পারে সেটি রেকর্ডের কারণে কিংবা তিনি এক বর্ণাঢ্য চরিত্র বলে।

ধোনি আসলে কোন শ্রেণির? নাকি এসব মিলে যা দাঁড়ায়, সেটাই ধোনি। যাঁকে মানুষ ভালোবাসে, যিনি মাঠে ব্যাটসম্যান বা অধিনায়ক হিসেবে একের পর এক কীর্তি আর রেকর্ড গড়েন...সব মিলিয়ে হয়ে ওঠেন দুর্দান্ত একটা চরিত্র।

তবু ধোনিকে মানুষ কেন মনে রাখবে, এমন সাতটি কারণ খোঁজার চেষ্টা করা যেতে পারে। সংখ্যাটা কেন ৭, সেটি নিশ্চয়ই জানেন! ধোনির জন্ম ৭ তারিখ, সেটি ছিল সপ্তাহের সপ্তম দিন। মাসের সিরিয়ালে জুলাইও সপ্তম। সালটা ছিল ১৯৮১। ৮ থেকে ১ বিয়োগ করলে হয় ৭। এসব কারণেই ধোনি ‘সাতাচ্ছন্ন।’ জার্সি নম্বর ৭। আর সেটি অন্য কেউ পরতেও পারবেন না।  তিনি অবসর নেওয়ার পর ভারত ৭ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে। তাই কারণ খুঁজতে গিয়ে সাতকে আর দূরে সরিয়ে রেখে কী হবে!

যিনি সব জিতিয়েছেন

২০০৭ সালে তরুণ দল নিয়ে জিতেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০১১ সালে ঘরের মাঠে পাহাড়সম চাপ নিয়ে ধোনি ভারতকে ওয়ানডে বিশ্বকাপও জেতান। সেই বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরাও হন ক্যাপ্টেন কুল।

২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর ধোনি

সম্পর্কিত নিবন্ধ