ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো, লিভ-ইনের গুঞ্জনসহ তাদের নানা কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

ব্যক্তিগত কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন রাশমিকা-বিজয়। কিন্তু গত ৫ বছর ধরে নতুন কোনো সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি। প্রিয় তারকা জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরাও। দর্শক চাহিদা থাকার পরও কেন একসঙ্গে অভিনয় করেন না তারা? এ নিয়ে নানাজনের নানা মত রয়েছে। এবার জানা গেল, রাশমিকার সঙ্গে একই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরও তা প্রত্যাখ্যান করেছেন বিজয়।

আরো পড়ুন:

কুবেরা: কে কত কোটি টাকা পারিশ্রমিক নিলেন?

দেশি লুকে রাশমিকা, শাড়ির মূল্য কত?

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘কুবেরা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য বিজয় দেবরকোন্ডাকে প্রথম প্রস্তাব দেন পরিচালক। ‘দেব’ চরিত্রের জন্য বিজয়কে উপযুক্ত মনে করেছিলেন নির্মাতারা। কারণ তার দর্শকপ্রিয়তা, ‘র’ এবং ‘রুক্ষ’ চরিত্রটির সঙ্গে মানানসই বিজয়। তবে বিজয় বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। কারণ বিজয় মনে করেন, ভিক্ষুকের চরিত্রে দর্শকরা তাকে গ্রহণ করবেন না।
 
একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, “বিজয় তার অবস্থান নিয়ে খুবই সচেতন। সে মনে করেছে, এই চরিত্রে দর্শক তাকে প্রত্যাখ্যান করবেন। তার ক্যারিয়ারের এই পর্যায়ে একটি নরম, শক্তিহীন ভূমিকা তার কাছে অযোগ্য বলে মনে হয়েছিল।”

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘কুবেরা’ সিনেমা। এ সিনেমায় দেবা চরিত্র ধানুশ যেভাবে রূপায়ন করেছেন তা স্মরণীয়। এ বিবেচনায় এটি সুযোগ হাতছাড়া হওয়ার শামিল। সমালোচক-ভক্তরা এই চরিত্রটিকে ধানুশের সবচেয়ে মনোমুগ্ধকর চরিত্রগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করছেন। সিনেমাটিতে ধানুশের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চর ত র

এছাড়াও পড়ুন:

১৪৩ রানের ইনিংস বৈভব সূর্যবংশীর, একসঙ্গে ৩ রেকর্ড

বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর ব্যাটের ঝলক চলছেই। একের পর এক রেকর্ডও গড়ে চলেছেন ভারতের ১৪ বছর বয়সী ক্রিকেটার। আজ উস্টারের নিউ রোডে কাউন্টি গ্রাউন্ডে তিনি ঝড় তুলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে।  

আরও পড়ুনএবার ২০ বলে ফিফটি সূর্যবংশীর, ৯ ছক্কায় নতুন রেকর্ড ০২ জুলাই ২০২৫

টসে হেরে ভারতের হয়ে আইয়ুশ মাহাত্রের সঙ্গে ওপেন করতে নেমে ৭৮ বলে ১৪৩ রান করেছেন বৈভব। এই ইনিংসটি খেলে তিনি একই সঙ্গে ভেঙেছেন যুব ওয়ানডের তিনটি রেকর্ড। ১৪৩ রান করার পথে সেঞ্চুরি ছুঁয়েই জোড়া রেকর্ড গড়ে ফেলেন বৈভব।

যুব ওয়ানডেতে ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন বৈভব। তিনি ভেঙেছেন সরফরাজ খানের এক দশকের পুরোনো রেকর্ড। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ১৫ বছর ৩৩৮ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন সরফরাজ। বৈভব সেঞ্চুরি করলেন ১৪ বছর ১০০ দিন বয়সে।

এটা তাঁকে পুরো বিশ্ব মিলিয়েই যুব ওয়ানডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বানিয়ে দিয়েছে। যে রেকর্ডটি এত দিন ছিল বাংলাদেশের নাজমুল হোসেনের। ২০১৩ সালে তিনি সেঞ্চুরি করেছিলেন ১৪ বছর ২৪১ দিন বয়সে।

আরও পড়ুনইংল্যান্ডে কোহলির ‘১৮’ পরে প্রথম ম্যাচেই সূর্যবংশীর বেধড়ক পিটুনি২৮ জুন ২০২৫

১৩ চার ও ১০ ছক্কায় ৭৮ বলের ইনিংসটি খেলার পথে বৈভব সেঞ্চুরি করেছেন ৫২ বলে। ভেঙে ফেলেছেন তিনি যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড, যেটি এর আগে ছিল পাকিস্তানের কামরান গুলামের। ২০১৩ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৫৩ বলে।

এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও একটি রেকর্ড গড়েছিলেন বৈভব। সেই ম্যাচে ২০ বলে ফিফটি করা বৈভব খেলেছিলেন ৩১ বলে ৮৬ রানের ইনিংস। মেরেছিলেন ৯টি ছক্কা, যেটা যুব ওয়ানডেতে এক ম্যাচে ভারতের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা।

সম্পর্কিত নিবন্ধ

  • একসঙ্গে নৈশভোজ, ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিলেন নেতানিয়াহু
  • ‘ভালো থেকো, শান্তিতে থেকো’, বন্ধু এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবসে হানিফ সংকেত
  • বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিকাতর হানিফ সংকেত
  • রামুতে একসঙ্গে নিখোঁজ চার কিশোর, মানব পাচারকারীদের সন্দেহ পরিবারের
  • চিত্র, শব্দ ও সংলাপ একসঙ্গে তৈরি করছে বাইদুর এআই মডেল মিউজস্টিমার
  • দুই কোরীয় তারকার বিয়ে
  • ১৪৩ রানের ইনিংস বৈভব সূর্যবংশীর, একসঙ্গে ৩ রেকর্ড