একজন ফ্রেম বাঁধাইকারীর হাতে যখন বারবার পড়েছে বাংলাদেশের প্রধান শিল্পীদের কাজ, তখন সেই চোখে জন্ম নিতে বাধ্য এক বিশেষ শিল্পবোধ—এমনই এক শিল্পপ্রেমিক মিনাল মণ্ডল। আর সেই নীরব, নিরলস ভালোবাসার সঞ্চয়েই গড়ে উঠেছে তাঁর সংগ্রহ, যা আজ শুধু ব্যক্তিগত নয়, এক সাংস্কৃতিক দলিল।
দুই বছর আগে গ্যালারি শিল্পাঙ্গনের প্রদর্শনীর পর ‘দ্য ইলিউশন’ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ‘মিনালের সংগ্রহে-২’ শিরোনামের চিত্রপ্রদর্শনী। দেশের খ্যাতনামা নবীন-প্রবীণ ৭৫ শিল্পীর চিত্রকর্মে সাজানো এই প্রদর্শনী নিছকই একটি ব্যক্তিগত সংগ্রহ প্রদর্শন নয়, বরং এটি এক ধরনের ইতিহাস পাঠ, এক যুগসঞ্চিত রুচির প্রকাশ।
শিল্পী শহিদ কবির, ‘শিরোনামহীন’, জলরং, ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১১৯ বার
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা জমা দিতে পারেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম মিনহাজুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ঠিক করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১৯ বার পেছাল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। খুনের ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি উচ্চ আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করছে।