আকাশ দীপের ‘নো বল’ নিয়ে ব্যাখ্যা দিল এমসিসি
Published: 8th, July 2025 GMT
এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ভারতের পেসার আকাশ দীপের বলে বোল্ড হন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। তখন ধারাভাষ্যকার, বিশ্লেষক থেকে সমর্থকদের কেউ কেউ ভেবেছিলেন, ডেলিভারিটি নো বল। এটা নো বল দেওয়া উচিত এবং রুট আউট হননি বলেও দাবি উঠেছিল। কিন্তু ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, আকাশ দীপের ডেলিভারিটি বৈধ।
আরও পড়ুনবাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা: সেই তিনজন এবারও নেই৪ ঘণ্টা আগেভারতের দেওয়া ৬০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। ১৬ বলে ৬ রান করে চতুর্থ দিনের শেষ সেশনের শেষ দিকে আউট হন রুট। অনেকেই মনে করেন, রুট তখন আউট না হলে শেষ দিনে ইংল্যান্ডের ইনিংস আরও বড় হতে পারত। শেষ পর্যন্ত ২৭১ রানে অলআউট হয়ে ৩৩৬ রানে হারে স্বাগতিকেরা।
রুট আউট হওয়ার কিছুক্ষণ পরে ভিডিও রিপ্লেতে দেখা গেছে, আকাশ দীপের পেছনের পায়ের কিছু অংশ ‘রিটার্ন ক্রিজ’–এর দাগের একটু বাইরে চলে গিয়েছিল। কেউ কেউ এটাকে ‘ব্যাক ফুট নো বল’ বলে দাবিও করেন তখন। জিও স্টারের স্টুডিওতে আলোচনায় ভারতীয় পেসারের ওই ডেলিভারিকে ‘নো বল’ হিসেবে দাবি করেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রট। তবে রবি শাস্ত্রী ধারাভাষ্য দেওয়ার সময় ডেলিভারিটিকে বৈধই বলেছিলেন।
আকাশ দীপের বলে বোল্ড হন রুট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মেসি কাপ’ আয়োজনের ঘোষণা দিলেন মেসি, কারা খেলবে এই টুর্নামেন্ট
নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডলে চমকপ্রদ এক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেছেন লিওনেল মেসি। গতকাল রাতে এই পোস্টে ‘মেসি কাপ’ নামে বিশেষ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বয়সভিত্তিক এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। এতে অংশ নেবে আর্জেন্টিনার রিভার প্লেট, নিওয়েলসসহ ইউরোপের বেশ কিছু ক্লাব।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণায় মেসি বলেন, ‘আমি অবশেষে বলতে পারছি, প্রতিশ্রুতিশীল যুব খেলোয়াড়দের জন্য একটি বিশেষ টুর্নামেন্ট ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যেখানে বিশ্বের সেরা কিছু ক্লাব অংশ নেবে। সেই সঙ্গে ওই দিনগুলোতে আরও নানা ধরনের আয়োজন রাখা হবে। এটা পরের প্রজন্মের জন্য। আশা করি, মেসি কাপ সবাই পছন্দ করবে।’
আরও পড়ুনআন্তর্জাতিক ফুটবলে গোল করানোর রেকর্ড মেসির৯ ঘণ্টা আগে‘মেসি কাপ’ টুর্নামেন্টের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে মায়ামিতে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এর আয়োজনে রয়েছে মেসির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’। এই আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল অংশ নেবে।
এই টুর্নামেন্টে ৮টি ক্লাব অংশ নেবে। ক্লাবগুলো হলো ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিওয়েল’স, আতলেতিকো মাদ্রিদ এবং চেলসি।
ছয় দিনের টুর্নামেন্টে মোট ১৮টি ম্যাচ খেলা হবে এবং ম্যাচগুলো ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম ও ক্লাবটির অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী চারটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর প্লে-অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনমেসি যেন একটি নদীর নাম০৫ সেপ্টেম্বর ২০২৫মেসির প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’–এর পক্ষ থেকে বলা হয়েছে, ফুটবলের ভবিষ্যৎ বিনির্মানই এই টুর্নামেন্টের লক্ষ্য। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, ‘এটি শুধু একটি টুর্নামেন্ট নয়—এটি এক ধারাবাহিক আয়োজন ও ডিজিটালভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে খেলাধুলা, সংস্কৃতি ও উদ্ভাবন একসূত্রে মিশেছে।’ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম পাস্তোরে বলেন, ‘মেসি কাপ হলো আজকের ফুটবল আর আগামী দিনের খেলোয়াড়দের মিলনমেলা।’