‘ভালোবাসার ক্রিকেট’ যুক্তি মানে না, তাই হেরে যায় বাংলাদেশ
Published: 9th, July 2025 GMT
যা কিছু স্বীকার করে গেলেন মেহেদী হাসান মিরাজ, তাই আবার অস্বীকারও করলেন। একবার বললেন, ব্যাটিং উইকেটেও বাজে ব্যাটিং করেছেন বলে গতকালের শেষ ওয়ানডেতে হেরেছেন। আবার বললেন, ব্যাটসম্যানরা যে তুলে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন, সেভাবেই খেলতে তাঁরা পছন্দ করেন। কারও পছন্দে, ভালোবাসার ক্রিকেটে বাধা দেওয়া ঠিক হবে না।
তাহলে কারও ‘ভালোবাসা’কে তিনি বাজে ব্যাটিং কেন বললেন! তার চেয়ে ভালোবাসাকেই অনুমোদন করে দিন। বাংলাদেশ খেলুক আকাশে-বাতাসে। পরিস্থিতির দাবির চেয়ে যদি ব্যাটসম্যানদের পছন্দটাই বেশি বিবেচনায় থাকে, তখন আর কিছু বলার নেই। ভালোবাসার জয় হোক। কুশল মেন্ডিসের ব্যাটিং দেখেও কিছু শেখার দরকার নেই।
আরও পড়ুনআমার আউটই দলকে চাপে ফেলেছে, বললেন মিরাজ৪৯ মিনিট আগেতারুণ্যের পতাকা উড়িয়ে দলে আসা তাওহিদ হৃদয়ের ব্যাট আক্রমণের ভাষা ভুলে যাচ্ছে। তিনি এখন ফিফটি করেন ৭৫ বলে, ৫১ করেন ৬৫.
এর চেয়ে সময়ের দাবি মেনে মেরেকেটে খেলা ইনিংসে জয়ের ক্ষুধা ফুটিয়ে তোলা ব্যাটিং অনেক চিত্তাকর্ষক বিজ্ঞাপন হতে পারে একজন ব্যাটসম্যানের জন্য। হৃদয় তাহলে কেন স্বার্থপর হবেন! নিশ্চয়ই মিথ্যে কথা।
হৃদয়ের ব্যাটে জড়তা জেঁকে বসেছেউৎস: Prothomalo
কীওয়ার্ড: বলল ন
এছাড়াও পড়ুন:
ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা
লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ডের সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বোর্ড সভা শেষে চিকিৎসরা বলেন, ‘ফরিদা পারভীনের বিষয়ে আমরা আশাবাদী। শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে তার শরীরে কিছু ইনফেকশন আছে, আমরা তা দূর করার চেষ্টা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’