১৮ বছর পর হৃদয়ের ঠিকানায় ফিরলেন ডি মারিয়া, কান্নায় ভিজল রোসারিও
Published: 9th, July 2025 GMT
সময়ের চাকা ঘুরে ফিরে এলেন সেই প্রিয় ঠিকানায়। যেখান থেকে একদিন পাড়ি জমিয়েছিলেন ইউরোপের আকাশছোঁয়া স্বপ্নের পথে। অ্যাঞ্জেল ডি মারিয়া, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার, ১৮ বছরের দীর্ঘ বিদেশ যাত্রার অবসান ঘটিয়ে ফিরে এসেছেন নিজের শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে। আর ফিরেই চোখের জল ধরে রাখতে পারেননি ‘এল ফিদেও’। পরিচিত মাঠ, প্রিয় জার্সি; সব মিলিয়ে আবেগের ঢেউয়ে ভেসে যান তিনি।
মাত্র চার বছর বয়সে রোসারিওর একাডেমিতে নাম লিখিয়েছিলেন ডি মারিয়া। এরপর ২০০৫ সালে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। কিন্তু অপেক্ষা বেশিদিন ছিল না—মাত্র দুই বছর পরই ইউরোপিয়ান ফুটবলের ডাক পান। সেখান থেকে শুরু হয় এক অলৌকিক যাত্রা— বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস হয়ে আবারও ফিরে যান বেনফিকায়। আর সেই পর্তুগিজ ক্লাবেই শেষ করেন ইউরোপীয় অধ্যায়ের শেষ পৃষ্ঠা।
এখন বয়স ৩৭। চুক্তির মেয়াদ শেষে কোনো মোটা অঙ্ক নয়, কোনো ট্রান্সফার ফি নয়— একটি হৃদয়ের টানেই আবারও নিজের শেকড়ে ফিরলেন তিনি। রোসারিওর হয়ে প্রথম অধ্যায়ে খেলেছিলেন ৩৯টি ম্যাচ, করেছিলেন ৬টি গোল ও ২টি অ্যাসিস্ট। এবার শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের শেষ অধ্যায়— যার প্রতিটি মিনিট হতে যাচ্ছে আত্মিক এক অভিসার।
আরো পড়ুন:
রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-পিএসজি
মুসিয়ালার সফল অস্ত্রোপচার সম্পন্ন, মাঠের বাইরে থাকবেন কয়েক মাস
সংবাদ সম্মেলনে আবেগের সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে ডি মারিয়া বলেন, “লিও (মেসি) ও জাতীয় দলের অনেকের সঙ্গেই কথা হয়েছে। গত বছর যখন ফিরে আসিনি, তখনও ওরা পাশে ছিল। ওরা কেবল বন্ধু নয়, আমার ভাইয়ের মতো। লিও লিখেছিল—‘আরও কিছুদিন চালিয়ে যাও।’ সে জানত এটা আমার স্বপ্ন ছিল।”
মেসির বার্তায় যেমন ভরসা ছিল, তেমনি ছিল নিজের ভেতরের গভীর আকাঙ্ক্ষা। এখন সেই স্বপ্নের ঠিকানায় ফিরেই শুরু হবে নতুন এক অধ্যায়।
আগামী বৃহস্পতিবার, ১০ জুলাই, কোপা সান্তা ফে’র ম্যাচে ৯ দে জুলিওর বিপক্ষে মাঠে নামবে রোসারিও সেন্ট্রাল। সেখানেই হয়তো আবারও দেখা যাবে, কতটা ভালোবাসা নিয়ে ডি মারিয়া খেলেন সেই মাটির জন্য, যেখান থেকে উঠে এসেছিলেন বিশ্বমঞ্চে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কর ফাঁকির দায়ে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
কর ফাঁকির দায়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি প্রায় চার লাখ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে তাঁকে।
৬৬ বছর বয়সী আনচেলত্তি মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নিয়েছেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ ও ২০২১ থেকে ২০২৫ সময়ে দুই দফায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি।
স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ইতালিয়ান এই কোচ ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে যে অর্থ আয় করেছিলেন, তা গোপন করে ১০ লাখ ইউরোর বেশি কর বিভাগকে পরিশোধ করেননি।
এপ্রিলে বিচার কার্যক্রম শুরু হলে আনচেলত্তি আদালতকে বলেছিলেন, বেতনবহির্ভূত আয়ের বিষয়গুলো দেখভালের দায়িত্ব তিনি তাঁর ব্রিটিশ উপদেষ্টা ও ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছিলেন। ‘প্রতারণা হয়ে থাকতে পারে’ এমন কিছু তিনি কখনোই করেননি। বিপরীতে স্পেনের কর কর্তৃপক্ষ আনচেলত্তিকে দোষী অভিযোগ করে তাঁর ৪ বছর ৯ মাস কারাদণ্ডের আবেদন করে।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন০৭ জুলাই ২০২৫বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার স্পেনের আদালত আনচেলত্তিকে ২০১৪ সালের অভিযোগে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। ‘কর কর্তৃপক্ষের বিরুদ্ধে অপরাধ’–এর দায়ে আনচেলত্তিকে ১২ মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে ২০১৫ সালের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
তবে স্পেনের আইন অনুযায়ী যেসব অপরাধ হিংসাত্মক নয় এবং অপরাধী আগে কখনো দণ্ডিত হননি, তাঁদের ক্ষেত্রে দুই বছরের নিচের কারাদণ্ড সাধারণত জেলে কাটাতে হয় না। ফলে আনচেলত্তিকে কারাভোগ করতে হবে না।
আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৫ মে ২০২৫