এ বছরের ফেব্রুয়ারি মাসের কথা। প্রচণ্ড মাথাব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। নাম তাঁর অ্যাড্রিয়ানা স্মিথ। ওষুধ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পরদিন তাঁর ঘুম ভাঙে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে।

হাসপাতালে নেওয়ার পর ধরা পড়ে, মস্তিষ্কে রক্তজমাট বেঁধেছে অ্যাড্রিয়ানার। তখন আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। ব্রেইন ডেড ঘোষণা করা হয় অল্প সময়ের মধ্যেই।

অন্তঃসত্ত্বা অবস্থায় প্রচণ্ড মাথাব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অ্যাড্রিয়ানা স্মিথ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এসএসসির ফল: বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে গত বছরের মতো এবারো পিরোজপুর জেলায় সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচের অবস্থানে রয়েছে বরগুনা জেলা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম‌্যান অধ্যাপক মো. ইউনুস আলী সি‌দ্দিকী। এ সময় উপ‌স্থিত ছিলেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহীদুল ইসলাম।

অধ্যাপক মো. ইউনুস জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাসের হার ৬৫ দশমিক ৩৮। তবে গত বছরের থেকে এবারে এ পিরোজপুরসহ সব জেলায় পাসের হার অনেক কম। এ জেলায় গত বছর পাসের হার ছিল।

আরো পড়ুন:

শাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে ১ আগস্ট ম্যারাথন

বরিশাল বোর্ডের ১৬ বিদ্যালয়ে শতভাগ ফেল

এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৫৭ দশমিক ২০, যা গত বছর ছিল ৯০ দশমিক ৬৪।  তৃতীয় অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৫৫ দশমিক ৭২, যা গত বছর ছিল ৮৩ দশমিক ৮০। চতুর্থ অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৫৪ দশমিক ৭০, যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৭। পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৫১ দশমিক ৭৭, যা গত বছর ছিল ৯০ দশমিক ৫২ এবং ষষ্ঠ অবস্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৫০ দশমিক ৮৪, যা গত বছর ছিল ৮৩ দশমিক ৮০।

অপরদিকে, এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ৯২০ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৫৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা/পলাশ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ