এ বছরের ফেব্রুয়ারি মাসের কথা। প্রচণ্ড মাথাব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। নাম তাঁর অ্যাড্রিয়ানা স্মিথ। ওষুধ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পরদিন তাঁর ঘুম ভাঙে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে।

হাসপাতালে নেওয়ার পর ধরা পড়ে, মস্তিষ্কে রক্তজমাট বেঁধেছে অ্যাড্রিয়ানার। তখন আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। ব্রেইন ডেড ঘোষণা করা হয় অল্প সময়ের মধ্যেই।

অন্তঃসত্ত্বা অবস্থায় প্রচণ্ড মাথাব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অ্যাড্রিয়ানা স্মিথ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভোকেশনালে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় পাসের হার কমে হয়েছে ৭৪ দশমিক ৬৩ শতাংশ। গতবার ছিল ৮১ দশমিক ৩৮ শতাংশ। তবে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ শিক্ষার্থী যা গতবারের চেয়ে ৮৭০ জন বেশি।

আজ বৃহস্পতিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। তবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আজ বেলা দুইটায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ছাত্র ৭৪ হাজার ৫৬৯ জন আর ছাত্রী ২৭ হাজার ১৮৮ জন।

সম্পর্কিত নিবন্ধ