রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করার পর কুপিয়ে ফেলে দেওয়া হয় ধানি জমিতে
Published: 10th, July 2025 GMT
রাঙ্গুনিয়ায় এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মোহাম্মদ রাসেল (৩০)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় তিন রাস্তার মাথায় একটি ধানি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদ রাসেল আলী টিলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। রাসেল দীর্ঘদিন বিদেশে ছিলেন। এক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন। আজ বেলা ৩টার দিকে তাঁকে গুলি করার পর কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় পাশের ধানি জমিতে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, রাসেলের শরীরে বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশে একাধিক দোকান রয়েছে। কিন্তু কেউ এখনো ঘটনা সম্পর্কে কিছু জানাননি। তবে তদন্ত চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
চীন সফরে জামায়াত আমির
চীন সফরে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে তাঁর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল চীনা সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে যাত্রা করে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা। ১৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে জামায়াত আমিরের। গত মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির জ্যেষ্ঠ নেতারা চীন সফর করেন।
বন্যার্তের পাশে দাঁড়ানোর আহ্বান
টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। বৃহস্পতিবার তিনি বিবৃতিতে বলেন, বিভিন্ন জেলায় বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক স্থানে বিচ্ছিন্ন।
জামায়াত আমির বলেছেন, দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগই সবচেয়ে জরুরি। অবিলম্বে বন্যাকবলিতদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জামায়াতের সব নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।