অজু ভাঙার কারণ: পবিত্রতা অর্জনে সতর্কতা
Published: 11th, July 2025 GMT
ইসলামে অজু হলো ইবাদতের পূর্বে পবিত্র হওয়ার একটি মাধ্যম। কোরআনে আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, তখন অজু করো।’ (সুরা মায়িদা, আয়াত: ৬)
তবে কিছু কারণে অজু নষ্ট হয়ে যায়, যা জানা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। অজু ভঙ্গের কারণগুলো জানলে আমরা ইবাদতের পবিত্রতা বজায় রাখতে পারি।
অজু ভঙ্গের কারণঅজু ভঙ্গের প্রধান কারণগুলো এই:
১.
প্রাকৃতিক পথ দিয়ে নির্গত হওয়া: পায়খানা, প্রস্রাব, পায়ুপথ দিয়ে বায়ু বা এমন যে–কিছু নির্গত হওয়া। নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কারও নামাজ হবে না, যদি তার ‘হাদাস’ হয় আর অজু না করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৫)
‘হাদাস’ মানে পায়খানা, প্রস্রাব, পায়ুপথ দিয়ে বায়ু বা এমন যে–কিছু নির্গত হওয়া।
২. ক্ষতস্থান থেকে বের হওয়া তরল: শরীর কোথাও থেকে রক্ত, পুঁজ বা হলুদ পানি এতটুকু যদি বের হয়, যা গড়িয়ে পড়ার মতো, তাহলে তা অজু ভঙ্গ করে।
৩. গভীর ঘুম: গভীর ঘুমে পড়ে গেলে অজু ভেঙে যায়; কারণ, এ সময় শরীরের নিয়ন্ত্রণ থাকে না। তবে বসে বা হালকা ঘুমে অজু ভাঙে না। নবীজি (সা.) বলেছেন, ‘চোখ জাগ্রত থাকলে পায়ু বন্ধ থাকে।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১৬,৮৯৩)
আরও পড়ুননামাজ ও কোরআন পড়ার আগে অজু করার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে০৭ আগস্ট ২০২৩৪. সংজ্ঞা হারানো: মূর্ছা যাওয়া, মদ্যপান বা অন্য কারণে সংজ্ঞা হারালে অজু ভেঙে যায়।
৫. জননাঙ্গ স্পর্শ: পুরুষ বা নারী সরাসরি যৌনাঙ্গ দিয়ে অন্যের যৌনাঙ্গ স্পর্শ করলে অজু ভাঙে। নবীজি (সা.) বলেছেন, ‘যে তার জননাঙ্গ স্পর্শ করে, সে যেন অজু করে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১৮১)
৬. বমি: প্রবল বেগে মুখ ভরে বমি হলে অজু ভেঙে যায়।
৭. নামাজে হাসা: নামাজে জোরে হাসলে অজু ও নামাজ দুটিই ভেঙে যায়। তবে মৃদু হাসলে শুধু নামাজ নষ্ট হয়।
ব্যতিক্রম ও বিশেষ বিধানকিছু ক্ষেত্রে অজু ভাঙে না:
হালকা রক্তপাত: কোনো ক্ষতস্থানে সামান্য রক্ত দেখা দিলে, মানে গড়িয়ে পড়ার মতো না হলে, তাতে অজু ভাঙে না।
খাবার স্পর্শ বা খাওয়া: খাওয়াদাওয়া বা হাত দিয়ে খাবার স্পর্শ করলে অজু ভাঙে না।
স্ত্রীকে স্পর্শ করা: স্ত্রী বা স্বামীকে স্পর্শ করলে অজু ভাঙে না।
অজু শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং আধ্যাত্মিক প্রশান্তির মাধ্যম। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অজু করে এবং তা ভালোভাবে সম্পন্ন করে, তার গুনাহ মাফ হয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৪৫)
আরও পড়ুনঅজু করার নিয়ম কানুন১৯ ডিসেম্বর ২০২৩উৎস: Prothomalo
কীওয়ার্ড: বল ছ ন
এছাড়াও পড়ুন:
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিএনপি নেতাকে গাছে বাঁধলেন গ্রামবাসী
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন গ্রামবাসী।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।
স্থানীয়রা জানান, চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছিল। গত রাতে মুনজেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে। পরে ভোররাত পর্যন্ত তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
আরো পড়ুন:
ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম
পিআর না, ফেয়ার নির্বাচন চায় জনগণ: দুলু
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু বলেন, ‘‘এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে দুজনই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। এখন ওই নারীর স্বামী তাকে নিয়ে আর সংসার করবেন না বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মোবাইলে জানিয়েছেন। অভিযুক্ত দুজন দুজনকে বিয়ে করতে রাজি আছেন। সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।’’
ঢাকা/চন্দন/রাজীব