বাঁ ঊরুর মাংসপেশির চোটের জন্য ক্যান্ডিতে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি জাকের আলী। তবে কাল ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারেন, যদি টিম ম্যানেজমেন্ট তাঁকে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলায়।
ঊরুতে জাকের চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। প্রথম টেস্টে সুযোগ পেয়ে রান পাননি, খেলেনি দ্বিতীয় টেস্টে। পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় ৫ জুলাই ক্যান্ডির প্রথম টি-টোয়েন্টিতেও তিনি থাকেন দলের বাইরে।
আরও পড়ুনবাবা চেয়েছিলেন পুলিশ বানাতে, তানভীর এখন ক্রিকেটের স্বপ্নের দুনিয়ায়২১ মিনিট আগেবাংলাদেশ দলের একটি সূত্র গতকাল রাতে জানিয়েছে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাকের খেললেও চোট পুরোপুরি কাটিয়ে না ওঠায় উইকেটকিপিং ছাড়া অন্য কোনো ফিল্ডিং পজিশনে ফিল্ডিং করতে পারবেন না। ঊরুর চোট পুরোপুরি না সারায় দলের ফিজিও, ডাক্তারদেরই এই পরামর্শ। তবে ব্যাটসম্যানের পাশাপাশি উইকেটকিপার হিসেবে তিনি খেলতে পারবেন। এখন প্রশ্ন, আগামীকালের ম্যাচে জাকেরকে টিম ম্যানেজমেন্ট উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলাবে কি না।
জাকেরকে নিয়ে সিদ্ধান্ত হবে আজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন