জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী ১৯ আগস্ট থেকে নিচের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে। পরীক্ষা কোড: ৪৩০১, প্রতিটি পরীক্ষা আরম্ভের সময় বেলা ১টা ৩০ মিনিট।

*কোন পরীক্ষা কবে হবে—

#১৯ আগস্ট ২০২৫:

বাংলা (৪১১০০১), ইংরেজি (৪১১১০১), সংস্কৃত (৪১১৩০১), পালি (৪১১৪০১), ইতিহাস (৪১১৫০১), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪১১৬০১), দর্শন (৪১১৭০১), ইসলামি শিক্ষা (৪১১৮০১), রাষ্ট্রবিজ্ঞান (৪১১৯০১), সমাজবিজ্ঞান (৪১২০০১), সমাজকর্ম (৪১২১০১), অর্থনীতি (৪১২২০১), হিসাববিজ্ঞান (৪১২৫০১), ব্যবস্থাপনা (৪১২৬০১), পদার্থবিজ্ঞান (৪১২৭০১), রসায়ন (৪১২৮০১), উদ্ভিদবিজ্ঞান (৪১৩০০১), প্রাণিবিদ্যা (৪১৩১০১), ভূগোল ও পরিবেশ (৪১৩২০১), মৃত্তিকাবিজ্ঞান (৪১৩৩০১), মনোবিজ্ঞান (৪১৩৪০১), গার্হস্থ্য অর্থনীতি (৪১৩৫০১), গণিত (৪১৩৭০১), গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (৪১৩৮০১), এম মিউজ (৪১৪৫০১)।

#২৫ আগস্ট ২০২৫:

বাংলা (৪১১০০৩), ইংরেজি (৪১১১০৩), সংস্কৃত (৪১১৩০৩), পালি (৪১১৪০৩), ইতিহাস (৪১১৫০৩), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪১১৬০৩), দর্শন (৪১১৭০৩), ইসলামি শিক্ষা (৪১১৮০৩), রাষ্ট্রবিজ্ঞান (৪১১৯০৩), সমাজবিজ্ঞান (৪১২০০৩), সমাজকর্ম (৪১২১০৩), অর্থনীতি (৪১২২০৩), মার্কেটিং (৪১২৩০৩), হিসাববিজ্ঞান (৪১২৫০৩), ব্যবস্থাপনা (৪১২৬০৩), পদার্থবিজ্ঞান (৪১২৭০৩), রসায়ন (৪১২৮০৩), উদ্ভিদবিজ্ঞান (৪১৩০০৩), প্রাণিবিদ্যা (৪১৩১০৩), ভূগোল ও পরিবেশ (৪১৩২০৩), মৃত্তিকাবিজ্ঞান (৪১৩৩০৩), মনোবিজ্ঞান (৪১৩৪০৩), গার্হস্থ্য অর্থনীতি (৪১৩৫০৩), গণিত (৪১৩৭০৩), গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (৪১৩৮০৩), এম মিউজ (৪১৪৫০৩)।

আরও পড়ুন২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত৩ ঘণ্টা আগে

#১ সেপ্টেম্বর ২০২৫:

বাংলা (৪১১০০৫), ইংরেজি (৪১১১০৫), সংস্কৃত (৪১১৩০৫), পালি (৪১১৪০৫), ইতিহাস (৪১১৫০৫), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪১১৬০৫), দর্শন (৪১১৭০৫), ইসলামি শিক্ষা (৪১১৮০৫), রাষ্ট্রবিজ্ঞান (৪১১৯০৫), সমাজবিজ্ঞান (৪১২০০৫), সমাজকর্ম (৪১২১০৫), অর্থনীতি (৪১২২০৫), মার্কেটিং (৪১২৩০৫), হিসাববিজ্ঞান (৪১২৫০৫), ব্যবস্থাপনা (৪১২৬০৫), পদার্থবিজ্ঞান (৪১২৭০৫), রসায়ন (৪১২৮০৫), উদ্ভিদবিজ্ঞান (৪১৩০০৫), প্রাণিবিদ্যা (৪১৩১০৫), ভূগোল ও পরিবেশ (৪১৩২০৫), মৃত্তিকাবিজ্ঞান (৪১৩৩০৫), মনোবিজ্ঞান (৪১৩৪০৫), গার্হস্থ্য অর্থনীতি (৪১৩৫০৫), গণিত (৪১৩৭০৫), গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (৪১৩৮০৫), এম মিউজ (৪১৪৫০৫)।

#৪ সেপ্টেম্বর ২০২৫:

বাংলা (৪১১০০৭), ইংরেজি (৪১১১০৭), সংস্কৃত (৪১১৩০৭), পালি (৪১১৪০৭), ইতিহাস (৪১১৫০৭), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪১১৬০৭), দর্শন (৪১১৭০৭/৪১১৭০৯), ইসলামি শিক্ষা (৪১১৮০৭), রাষ্ট্রবিজ্ঞান (৪১১৯০৭), সমাজবিজ্ঞান (৪১২০০৭), সমাজকর্ম (৪১২১০৭), অর্থনীতি (৪১২২০৭), মার্কেটিং (৪১২৩০৭), হিসাববিজ্ঞান (৪১২৫০৭), ব্যবস্থাপনা (৪১২৬০৭), পদার্থবিজ্ঞান (৪১২৭০৭), রসায়ন (৪১২৮০৭), উদ্ভিদবিজ্ঞান (৪১৩০০৭), প্রাণিবিদ্যা (৪১৩১০৭), ভূগোল ও পরিবেশ (৪১৩২০৭), মৃত্তিকাবিজ্ঞান (৪১৩৩০৭), মনোবিজ্ঞান (৪১৩৪০৭), গার্হস্থ্য অর্থনীতি (৪১৩৫০৭), গণিত (৪১৩৭০৭), গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (৪১৩৮০৭), এম মিউজ (৪১৪৫০৭)।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের নতুন ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ ২৫০ ডলার, দিতে হবে শিক্ষার্থীদেরও৫ ঘণ্টা আগে

# ৮ সেপ্টেম্বর ২০২৫:

বাংলা (৪১১০০৯), ইংরেজি (৪১১১০৯), সংস্কৃত (৪১১৩০৯), পালি (৪১১৪০৯), ইতিহাস (৪১১৫০৯), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪১১৬০৯), ইসলামি শিক্ষা (৪১১৮০৯), রাষ্ট্রবিজ্ঞান (৪১১৯০৯), সমাজবিজ্ঞান (৪১২০০৯), সমাজকর্ম (৪১২১০৯), অর্থনীতি (৪১২২০৯), মার্কেটিং (৪১২৩০৯), হিসাববিজ্ঞান (৪১২৫০৯), ব্যবস্থাপনা (৪১২৬০৯), পদার্থবিজ্ঞান (৪১২৭০৯), রসায়ন (৪১২৮০৯), উদ্ভিদবিজ্ঞান (৪১৩০০৯), প্রাণিবিদ্যা (৪১৩১০৯), ভূগোল ও পরিবেশ (৪১৩২০৯), মৃত্তিকাবিজ্ঞান (৪১৩৩০৯), মনোবিজ্ঞান (৪১৩৪০৯), গার্হস্থ্য অর্থনীতি (৪১৩৫০৯), গণিত (৪১৩৭০৯) গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (৪১৩৮০৯), এম মিউজ (৪১৪৫২১/৪১৪৫৪১/৪১৪৫৬১/৪১৪৫৮১)।

# ১১ সেপ্টেম্বর ২০২৫:

বাংলা (৪১১০১১), ইংরেজি (৪১১১১১), সংস্কৃত (৪১১৩১১), পালি (৪১১৪১১), ইতিহাস (৪১১৫১১), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪১১৬১১), দর্শন (৪১১৭১১), ইসলামি শিক্ষা (৪১১৮১১), রাষ্ট্রবিজ্ঞান (৪১১৯১১), সমাজবিজ্ঞান (৪১২০১১), সমাজকর্ম (৪১২১১১), অর্থনীতি (৪১২২১১), মার্কেটিং (৪১২৩১১), হিসাববিজ্ঞান (৪১২৫১১), ব্যবস্থাপনা (৪১২৬১১), পদার্থবিজ্ঞান (৪১২৭১১), রসায়ন (৪১২৮১১), উদ্ভিদবিজ্ঞান (৪১৩০১১), প্রাণিবিদ্যা (৪১৩১১১), ভূগোল ও পরিবেশ (৪১৩২১১), মৃত্তিকাবিজ্ঞান (৪১৩৩১১), মনোবিজ্ঞান (৪১৩৪১১), গার্হস্থ্য অর্থনীতি (৪১৩৫১১), গণিত (৪১৩৭১১), গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (৪১৩৮১১), এম মিউজ (৪১৪৫২৩/৪১৪৫৪৩/৪১৪৫৬৩/৪১৪৫৮৩)।

# ১৫ সেপ্টেম্বর ২০২৫:

বাংলা (৪১১০১৩), ইংরেজি (৪১১১১৩), সংস্কৃত (৪১১৩১৩), পালি (৪১১৪১৩), ইতিহাস (৪১১৫১৩), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪১১৬১৩), দর্শন (৪১১৭১৩), ইসলামি শিক্ষা (৪১১৮১৩), রাষ্ট্রবিজ্ঞান (৪১১৯১৩), সমাজবিজ্ঞান (৪১২০১৩), সমাজকর্ম (৪১২১১৩), অর্থনীতি (৪১২২১৩), মার্কেটিং (৪১২৩১৩), হিসাববিজ্ঞান (৪১২৫১৩), ব্যবস্থাপনা (৪১২৬১৩), পদার্থবিজ্ঞান (৪১২৭১৩), রসায়ন (৪১২৮১৩), উদ্ভিদবিজ্ঞান (৪১৩০১৩), প্রাণিবিদ্যা (৪১৩১১৩), ভূগোল ও পরিবেশ (৪১৩২১৩), মৃত্তিকাবিজ্ঞান (৪১৩৩১৩), মনোবিজ্ঞান (৪১৩৪১৩), গার্হস্থ্য অর্থনীতি (৪১৩৫১৩), গণিত (৪১৩৭১৩), গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (৪১৩৮১৩), এম মিউজ (৪১৪৫২৫/৪১৪৫৪৫/৪১৪৫৬৫/৪১৪৫৮৫)।

# ১৮ সেপ্টেম্বর ২০২৫:

বাংলা (৪১১০১৫), ইংরেজি (৪১১১১৫), সংস্কৃত (৪১১৩১৫), পালি (৪১১৪১৫), ইতিহাস (৪১১৫১৫), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪১১৬১৫), দর্শন (৪১১৭১৫), ইসলামি শিক্ষা (৪১১৮১৫), রাষ্ট্রবিজ্ঞান (৪১১৯১৫), সমাজবিজ্ঞান (৪১২০১৫), সমাজকর্ম (৪১২১১৫), অর্থনীতি (৪১২২১৫), মার্কেটিং (৪১২৩১৫), ব্যবস্থাপনা (৪১২৬১৫), গণিত (৪১৩৭১৫), এম মিউজ (৪১৪৫২৭/৪১৪৫৪৭/৪১৪৫৬৭/৪১৪৫৮৭)।

আরও পড়ুননিউজিল্যান্ড শিক্ষার্থীদের জন্য বাড়াচ্ছে কর্মঘণ্টা, আরও নতুন যে যে উদ্যোগ১০ ঘণ্টা আগে

# ২৪ সেপ্টেম্বর ২০২৫:

মার্কেটিং (৪১২৩০১), হিসাববিজ্ঞান বিকল্প পত্র (৪১২৩০১/৪১২২১৯), এম মিউজ (৪১৪৫২৯/৪১৪৫৪৯/৪১৪৫৬৯/৪১৪৫৮৯), দর্শন (৪১১৭১৭), গণিত (৪১৩৭১৭)।

দরকারি তথ্য

১.

পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পরীক্ষার্থী ও কেন্দ্রে সরবরাহ করবে।

২. তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ গ ল ও পর ব শ র ষ ট রব জ ঞ ন হ স বব জ ঞ ন মন ব জ ঞ ন পর ক ষ

এছাড়াও পড়ুন:

পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা বাদেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক ডজনের বেশি কারাবন্দী।

আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইউক্রেনে রাশিয়ার দখল করা জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি কারাগারে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে মস্কো। এতে ১৬ জন নিহত হয়েছেন। ওই কারাগারে যে বেসামরিক লোকজন রয়েছেন, তা রাশিয়ার না জানার কথা নয়।

ইউক্রেনের বিচারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওই কারাগারে চারটি গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়। এতে নিহতের পাশাপাশি ৪৩ জন আহত হয়েছেন। তবে কারাগারটি থেকে বন্দী পালানোর ঝুঁকি দেখা দেয়নি। একটি সূত্র জানিয়েছে, ওই কারাগারে ২৭৪ জন আসামি সাজা খাটছেন। তবে কোনো রুশ যুদ্ধবন্দী নেই।

গতকাল সোমবার রাতে ইউক্রেনে আরও ৩৭টি ড্রোন ও ২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। এর মধ্যে ৩২টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করা হয়েছে। একটি ড্রোন নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্কে শহরের একটি হাসপাতালে আঘাত হানে। এতে ২২ জন আহত হন।

হাসপাতালে ওই হামলায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। খারকিভ অঞ্চলে আলাদা একটি হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া সোমবার রাতে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে একজন নিহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে। গত জানুয়ারিতে ক্ষমতায় বসে এ যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। এ নিয়ে পুতিন ও জেলেনস্কির সঙ্গেও আলাপ করেছেন তিনি। তবে কোনো অগ্রগতি আসেনি। এর পরিপ্রেক্ষিতে সপ্তাহ দুয়েক আগে যুদ্ধ থামাতে পুতিনকে ৫০ দিনের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর ব্যত্যয় হলে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনযুদ্ধক্ষেত্রে ভালো করছিল ইউক্রেন, হঠাৎ স্টারলিংক বন্ধের নির্দেশ দেন মাস্ক২৬ জুলাই ২০২৫

এরপর গত সোমবার যুদ্ধ থামানোর জন্য পুতিনকে ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। স্কটল্যান্ড সফরের সময় তিনি বলেন, ‘আমি আসলেই ভেবেছিলাম এটি (যুদ্ধ) শেষ হতে চলেছে। যতবারই ভেবেছি এটি শেষ হবে, ততবারই তিনি (পুতিন) মানুষ হত্যা করেছেন। আমি তাঁর সঙ্গে আর কথা বলতে চাই না।’

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
  • পুতিনকে এবার ১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • ফুটবল ম্যাচ কেন ৯০ মিনিটের হয়
  • পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫
  • চীন–যুক্তরাষ্ট্র, আবারও তিন মাসের বাণিজ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা ট্রাম্পের
  • পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে সংশোধনী দিল পিএসসি
  • ১ আগস্টের কি সময়সীমা বাড়াবেন ট্রাম্প, কী অপেক্ষা করছে
  • আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে