ঝিনাইদহের কালীগঞ্জে রেল ও সড়কপথে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহত নারীর নাম আমচি (৫৫)। তিনি কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪০)। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আজ সকাল ৯টার দিকে রুহুল আমিন মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জের দিকে আসছিলেন। পথে ঈশ্বরবা-কাশিপুর সড়কের মাঝামাঝি স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন গাড়িতে ধাক্কা দেয়। এতে রুহুল ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আজ সকালে মোবারকগঞ্জ স্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়েন ওই নারী। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ