রাজধানীর মুগদায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে আতিকুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহকর্মী ওবায়দুল হক।

আজ বুধবার সকাল ৮টার দিকে মুগদা হাসপাতালের সামনে সড়কে এ ঘটনা ঘটে। নিহত আতিকুর ঢাকা রেলওয়ে বিভাগের মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

আতিকুরের সহকর্মী ওবায়দুল হক বলেন, আতিকুরের বাসা মুগদা এলাকায়। আজ সকাল আটটার দিকে বাসা থেকে কর্মস্থলে আসার পথে মুগদা হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আতিকুর মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি মুগদা এলাকায় থাকতেন। তাঁর পরিবার গ্রামের বাড়িতে থাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.

ফারুক বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আতিকুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিষ্টি জান্নাত। 

আজ বুধবার সকাল ৪টায় দেওয়া দেয়া ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, "আমার বাবা আর নেই।"

তার এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেছেন। মিষ্টি জান্নাতের পরিবারের প্রতি নেমে এসেছে গভীর শোক।

আরো পড়ুন:

দয়া করে শাকিব খানকে প্রশ্নটি করুন: মিষ্টি জান্নাত

ক্ষোভ ঝাড়লেন মিষ্টি

তার এই দুঃসময়ে চলচ্চিত্র জগতের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর কমেন্ট বক্সে লিখেছেন,‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’’

এছাড়া অসংখ্য নেটিজেনও শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘‘আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো, মহান আল্লাহ আপনার বাবাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করে, আমিন।’’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও। 

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • অফিসে প্রেম করার আগে জেনে রাখুন
  • দুই ভাইয়ের গ্রেপ্তারের খবর ‘বিশ্বাস করতে পারছেন না’ বাবা