২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা একই দিনে নেওয়া হচ্ছে না। স্থগিত পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিনের সইয়ে পরিবর্তিত সময়সূচি জানানো হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট।

আরো পড়ুন:

গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষায় প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, ২২ জুলাইয়ের পরীক্ষা যেদিন হবে সেদিন সকালে হবে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা সেদিন বিকেলে হবে।

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট এবং ঢাকা শিক্ষাবোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট নেওয়া হবে।

এছাড়া ব্যবহারিক বিষয়গুলোর পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করে ৩ সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারির পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। আর ১৯ আগস্টের প্রকৌশল অঙ্কন ও ওয়াকর্সশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে।

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এইচএসস র পর ক ষ ২৪ জ ল আগস ট

এছাড়াও পড়ুন:

১ আগস্টের কি সময়সীমা বাড়াবেন ট্রাম্প, কী অপেক্ষা করছে

আগামী ১ আগস্টের সময়সীমা অতিক্রান্ত হওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়ে গেল। ফলে ইউরোপীয় ইউনিয়নকে আর ৩০ শতাংশ নয়, বরং ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করতে হবে।

এ নিয়ে মোট ছয়টি দেশের সঙ্গে কাঠামোগতগত চুক্তি হলো যুক্তরাষ্ট্রের। সেই সঙ্গে আরও ২৪টি দেশকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ১ আগস্ট থেকে তাদের কী হারে শুল্ক হতে হবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ১ আগস্টের পর কী হবে।

১ আগস্টের সময়সীমা অতিক্রান্ত হতে আর বেশি সময় নেই। এর মধ্যে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হবে না, তাদের নতুন হারে পাল্টা শুল্ক দিতে হবে। এমনকি যুক্তরাষ্ট্র আর এই সময়সীমা বাড়াবে না বলেও জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হওয়ার্ড লাটনিক। মোট ২৪টি দেশকে তিনি পৃথকভাবে চিঠি দিয়েছেন। তার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের মধ্যে ফিলিপাইন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক আরোপের সময়সীমা ১ আগস্টের পর আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, লাটনিক জানিয়েছেন, নতুন শুল্ক হার ১ আগস্ট থেকেই কার্যকর হবে।

তাই আর কোনো সময় বাড়ানো হবে না, কোনো ছাড়ও নয়। ১ আগস্ট থেকেই শুল্ক কার্যকর হবে। শুল্ক বিভাগ সেদিন থেকেই নতুন হারে শুল্ক আদায় শুরু করবে, তারপর যা হওয়ার তা–ই হবে। ফক্স নিউজ সানডেতে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন লাটনিক।

এর আগে একাধিকবার শুল্ক আরোপের সময়সীমা বাড়িয়েছেন ট্রাম্প। ৯ জুলাইয়ের সময়সীমা বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত করেছেন তিনি। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন ট্রাম্প।

চলতি মাসের শুরু থেকেই ট্রাম্প ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে শুল্ক আরোপের হুমকিসূচক চিঠি পাঠাচ্ছেন। পাশাপাশি তিনি ছোট দেশগুলোর ওপর ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনাও করছেন।

ইউনিভার্সিটি অব শিকাগোর অর্থনীতির অধ্যাপক স্টিভেন ডারলফ আল–জাজিরাকে বলেন, এখন পর্যন্ত যেসব শুল্ক চুক্তি হয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে মোটেও ছোটখাটো পরিবর্তন নয়। এসব চুক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াবে। এসব চুক্তির প্রভাব হুমকির চেয়ে কম হলেও তা অবহেলা করার মতো নয়।

অর্থনীতিবিদদের মতে, এখনো শুল্কের পুরো প্রভাব বাজারে পড়েনি। অনেক প্রতিষ্ঠান আগে থেকেই পণ্য মজুত করে রেখেছে, যাতে দাম বাড়লেও তাৎক্ষণিক চাপ না পড়ে। বর্তমানে প্রায় সব দেশের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে, গাড়ি ও ইস্পাতের ক্ষেত্রে রয়েছে আরও বেশি হারে শুল্ক। ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাবের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের গড় কার্যকর শুল্ক হার ১৬ দশমিক ৬ শতাংশ; ১ আগস্ট থেকে তা বেড়ে ২০ দশমিক ৬ শতাংশে পৌঁছাবে।

ট্রাম্প যদি ১ আগস্ট অধিক হারে শুল্ক নাও বাড়ান, তারপরও অর্থনীতিবিদদের আশঙ্কা, মূল্যস্ফীতি কিছুটা হলেও বাড়বে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে প্রবৃদ্ধিতে। বিবিবিএ রিসার্চের এক বিশ্লেষণে বলা হয়েছে, শুধু বর্তমান শুল্ক হারেই বৈশ্বিক জিডিপি স্বল্পমেয়াদে শূন্য দশমিক ৫ শতাংশ এবং মধ্যমেয়াদে ২ শতাংশের বেশি কমে যেতে পারে।

ইউরোপের ফ্লোরেন্সে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের গ্লোবাল ইকোনমিকসের পরিচালক বার্নার্ড হোকম্যান বলেন, যুক্তরাষ্ট্রে এখনো তেমন একটা মূল্যস্ফীতি দেখা যায়নি। কারণ, শুল্কের আশঙ্কায় অনেক দেশ আগেই পণ্য পাঠিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানগুলোও এখন অপেক্ষায় আছে, শেষ পর্যন্ত শুল্ক কীভাবে তাদের প্রভাবিত করবে, সেটা বোঝার চেষ্টা করছে তারা। তবে যুক্তরাষ্ট্র যদি সত্যিই গড় শুল্ক হার ২০ থেকে ৩০ শতাংশে উন্নীত করে, তাহলে প্রভাব হবে আরও ব্যাপক।

ট্রাম্প ও তাঁর সহযোগীরা এসব আশঙ্কা একাধিকবার উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, যেসব ইতিবাচক অর্থনৈতিক তথ্য আসছে, তা থেকে প্রমাণিত হয়, অর্থনীতিবিদদের পূর্বাভাস সব সময় ঠিক নয়।

এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, শুল্কের সময়সীমা না বাড়ার আরেকটি কারণ হতে পারে এই যে বাজার এখন পর্যন্ত ট্রাম্পর ঘোষণা গুরুত্বসহকারে নেয়নি। ফলে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তেমন প্রভাব পড়েনি। এই পরিস্থিতিতে ট্রাম্প যদি আরও একবার মেয়াদ বাড়ান, তাহলে বাজারের কাছে ট্রাম্পের ঘোষণা ও অবস্থান লঘু হয়ে যাবে।

যারা চিঠি পেয়েছে

যেসব দেশকে ট্রাম্প চিঠি পাঠিয়ে শুল্কের হার নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে আছে ব্রাজিল (৫০%), মিয়ানমার (৪০%), লাওস (৪০%), কম্বোডিয়া (৩৬%), থাইল্যান্ড (৩৬%), বাংলাদেশ (৩৫%), কানাডা (৩৫%), সার্বিয়া (৩৫%), ইন্দোনেশিয়া (৩২%), আলজেরিয়া (৩০%), বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া (৩০%), ইউরোপীয় ইউনিয়ন (৩০%), ইরাক (৩০%), লিবিয়া (৩০%), মেক্সিকো (৩০%), দক্ষিণ আফ্রিকা (৩০%), শ্রীলঙ্কা (৩০%), ব্রুনেই (২৫%), মলডোভা(২৫%), জাপান (২৫%), কাজাখস্তান (২৫%), মালয়েশিয়া(২৫%), দক্ষিণ কোরিয়া (২৫%), তিউনিসিয়া (২৫%) ও ফিলিপাইন(২০%)।

সম্পর্কিত নিবন্ধ

  • পুতিনকে এবার ১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • ফুটবল ম্যাচ কেন ৯০ মিনিটের হয়
  • চীন–যুক্তরাষ্ট্র, আবারও তিন মাসের বাণিজ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা ট্রাম্পের
  • এইচএসসি পরীক্ষা: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রে ভালো করতে হলে
  • এইচএসসি পরীক্ষা: জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে বেশি নম্বর কীভাবে পাবে
  • পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট
  • সাপে কাটা তরুণকে নেওয়া হয় দুই ওঝার বাড়ি, পরে হাসপাতালের পথে মৃত্যু
  • ১ আগস্টের কি সময়সীমা বাড়াবেন ট্রাম্প, কী অপেক্ষা করছে