টেস্ট অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়া ব্যাটসম্যানের সংখ্যা কম নয়। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এ পর্যন্ত ১১৭ জন ব্যাটসম্যান টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন। এঁদের মধ্যে মোহাম্মদ আজহারউদ্দিনের নামটাকে আলাদা করতেই হয়। ভারতের সাবেক অধিনায়ক যে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে থামেননি, সেঞ্চুরি পেয়েছেন ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই।
প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি পাওয়া আজহারের ক্যারিয়ারের শুরুর সঙ্গে ‘তিন’ এই সংখ্যাটা ওতপ্রোতভাবেই জড়িয়ে। আজহারের টেস্ট অভিষেক ১৯৮৪-৮৫ মৌসুমে ইংল্যান্ডের ভারত সফরের তৃতীয় টেস্টে। আজহার সেঞ্চুরি পেয়েছিলেন ১৯৮৫ সালের জানুয়ারির ৩ তারিখে।
১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর ইডেন গার্ডেনে সেই টেস্টটি শুরু হলেও ২ জানুয়ারি রেস্ট ডে হওয়ায় ৩ জানুয়ারি ছিল ম্যাচের তৃতীয় দিন। দিনের কোন সেশনে আজহার ১০০ ছুঁয়েছিলেন জানেন, তৃতীয় সেশনে!
এরপর চেন্নাই টেস্টে ১০৫ রান করা আজহার কানপুরে টানা তৃতীয় সেঞ্চুরিটি পেয়েছেন ক্যারিয়ারে প্রথমবার তিনে ব্যাট করে।
আরও পড়ুনহেডিংলি ১৯৮১: বোথাম, উইলিস এবং ৫০০-১ বাজি জেতার অলৌকিকতা ২১ জুলাই ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আজহ র
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।