ঋষভ পন্ত মানেই এখন নতুন নতুন রেকর্ড। গতকাল ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে ভাঙা পা নিয়ে ব্যাটিংয়ে নেমে যোগ করেছেন ১৭ রান। ৩৭ রানে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া এই ক্রিকেটার আউট হন ৫৪ রানে।

এই ১৭ রান তোলার পথে জফরা আর্চারের বলে একটি ছক্কা মারেন পন্ত। তাতে যৌথভাবে পন্ত এখন টেস্টে ভারতের সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যান। তাঁর সমান ৯০টি ছক্কা আছে শুধু বীরেন্দর শেবাগের, তিনি পন্তের চেয়ে ৯৬টি টেস্ট ইনিংস বেশি খেলেছেন।

টেস্টে মাত্র ৮২ ইনিংসে ৯০ ছক্কা মারা পন্ত যে ভারতের সর্বোচ্চ ছক্কার মালিক হবেন, সেটি এখন সময়ের ব্যাপার। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনিই হয়তো ছোঁবেন টেস্টে ১০০ ছক্কা মারার মাইলফলক। ৯০টি ছক্কার মধ্যে পন্ত ইংল্যান্ডের বিপক্ষেই মেরেছেন ৩৮, টেস্টে কোনো দলের বিপক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৯টি ছক্কা মারার রেকর্ড আছে বেন স্টোকসের। এই রেকর্ডও হয়তো পন্তেরই হবে। বয়সে যে পন্ত (২৭) স্টোকসের (৩৪) চেয়ে ৭ বছর ছোট।

৯০টেস্টে পন্তের ছক্কা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ।

পন্ত রেকর্ড গড়েছেন আরও। ইংল্যান্ডে টেস্টে পন্তের রানসংখ্যা এখন ১০৩৫। প্রথম বিদেশি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কোনো দেশের মাটিতে টেস্টে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন পন্ত। এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ রানও তাঁরই—অস্ট্রেলিয়ায় ৮৭৯ রান।

আরও পড়ুনটানা ৬ হারের পর যেভাবে ঘুরে দাঁড়িয়ে দুই সিরিজ জয় বাংলাদেশের৩ ঘণ্টা আগে

চলতি সিরিজে এখন পর্যন্ত পন্ত করেছেন ৪৭৯ রান, যা ইংল্যান্ডে কোনো উইকেটকিপার-ব্যাটসম্যানের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। সামগ্রিকভাবে, টেস্ট সিরিজে পন্তের চেয়ে বেশি রান রয়েছে মাত্র পাঁচজন উইকেটকিপার-ব্যাটসম্যানের। এর আগে ইংল্যান্ডে কোনো টেস্ট সিরিজে উইকেটকিপার-ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল ৪৬৪, যা করেছিলেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে।

চোট নিয়ে ব্যাটিং করেছেন পন্ত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের

২৮ নভেম্বর, ২০০৬—এদিন খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। ১৯ বছর পর আজ বাংলাদেশ খেলতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি কাকতালীয়ভাবে বাংলাদেশের জন্য এশিয়া কাপে টিকে থাকার লড়াই।

আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেই এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ।

১৯৯টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ ম্যাচ, হেরেছে ১১৫ ম্যাচ। আজ টি-টোয়েন্টিতে ৮০তম জয় পেতে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে মাইলফলক ছোঁয়ার ম্যাচগুলোতে দলের আগের কীর্তি।

শততম টি–টোয়েন্টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

সম্পর্কিত নিবন্ধ

  • এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়
  • আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের