ছক্কার বৃষ্টি নামিয়ে ৩৭ বলে সেঞ্চুরিতে ভাস্বর ডেভিড
Published: 26th, July 2025 GMT
স্কোরবোর্ডে ২১৪ রান। সেঞ্চুরি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তবুও এই রানকে পর্যাপ্ত বলছেন না হোপ? দ্বিতীয় ইনিংসের চিত্রটা দেখলেই তার কথা পরিস্কার হয়ে যাবে।
অস্ট্রেলিয়া ওই রান তাড়া করে ফেলল ১৬.১ ওভারে! টি-টোয়েন্টিতে দুইশ রানও নিরাপদ না আরেকবার প্রমাণ মিলল। অস্ট্রেলিয়ার ৬ উইকেটের জয়ের নায়ক বিস্ফোরক ব্যাটসম্যান টিম ডেভিড।
ছক্কার বৃষ্টি নামিয়ে ৩৭ বলে সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। যা অস্ট্রলিয়ার দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। এর আগে ১৬ বলে ফিফটি ছুঁয়েছেন যা দ্রুততম ফিফটিরও রেকর্ড। এই ইনিংস খেলতে ১১ ছক্কা ও ৬ চার মেরেছেন ডেভিড। মোট রানের ৯০ রানই তিনি করেছেন বাউন্ডারিতে।
১৭তম ওভারের আগে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ২৪ বলে লাগত ৪ রান। ডেভিড তখন ৯৮ রানে অপরাজিত। ওভারের প্রথম বলে শেফার্ডকে গ্ল্যান্স করে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ডেভিড। যে ব্যাটটি দিয়ে সাবিনা পার্কে তাণ্ডব তুলেছিলেন কয়েক বছর আগে আন্দ্রে রাসেলের থেকে উপহার পেয়েছিলেন। পোষ্ট ম্যাচে নিজেই সেই কথা বলেছেন ডেভিড।
অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল জশ ইংলিশের। ৪৩ বলে করেছিলেন সেঞ্চুরি। ৬ বল কম নিয়ে ভেডিড নতুন রেকর্ড গড়লেন। এর আগে ১৬ বলে ফিফটি পেয়ে যান তিনি। ট্রেভিস হেড ও মার্কাস স্টয়নিস ১৭ বলে ফিফটি পেয়েছিলেন।
লক্ষ্য তাড়ায় ৮৭ রান তুলতে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। খানিকটা চাপেও ছিল তারা। কিন্তু ভেডিড ক্রিজে এসে সব হিসেব পাল্টে দেন। তাকে সঙ্গ দেন মিচেল ওয়েন। দুজন পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়েন যা তাদের সর্বোচ্চ রানের জুটি। ডেভিডের সঙ্গে সমানতালে ব্যাটিং করা ওয়েন ১৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৬ রান করেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ ব্যাটিং করেন হোপ ও কিং। ব্রেন্ডন কিং ৩৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৬২ রান করেন। হোপ তুলে নেন সেঞ্চুরি। ৫৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন। কিন্তু তার এই সেঞ্চুরির ইনিংসটি বৃথা যায় ডেভিডের ঝড়ে।
২৮২ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ শেষে ডেভিড পেয়েছেন প্রথম সেঞ্চুরি। যে সেঞ্চুরিতে রেকর্ডের পাতা তছনছ করেছেন। একই সঙ্গে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।