মাহমুদউল্লাহ রিয়াদ যিনি এক সময় বাংলাদেশ দলের গ্রেট ফিনিশার ছিলেন।  বাংলাদেশ দলকে এনে দিয়েছেন অনেক সাফল্য। তবে চলতি বছরের মার্চে অনেকটা সমালোচনার তোপে পড়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।  

টেস্ট, টি-টোয়েন্টি এবং সবশেষে ওয়ানডে তিন ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেটে।

সম্প্রতি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাচ রেফারিদের প্রশিক্ষণ কর্মশালা। এই কোর্সে ৩০ জন বর্তমান ও সাবেক ক্রিকেটার অংশ নিলেও আমন্ত্রণ পেয়েও যোগ দেননি মাহমুদউল্লাহ। 

আরো পড়ুন:

টেস্টে ৩৮তম সেঞ্চুরিতে সাঙ্গাকারার রেকর্ড ছুঁলেন রুট

টেস্ট ক্রিকেটে রানের পাহাড়ে রুট, হুমকির মুখে শচীনের রেকর্ড

বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে আলোচনায় মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান এবং অবসরের পর ম্যাচ রেফারির বিষয়টি বিবেচনা করবেন। খেলোয়াড়ী জীবন শেষ না হলে ম্যাচ রেফারির কোর্সে অংশ নেয়া সম্ভব নয়।

বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি জানান, মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিম দুজনেই ভবিষ্যতে কোচ হতে আগ্রহী।

তার ভাষায়, “বিসিবিতে যোগ দেয়ার আগেই তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ে যুক্ত হতে চান। আমরা বিসিবির উদ্যোগে কোচিং এডুকেশন প্রোগ্রাম চালু করব, যাতে তারা অংশ নিতে পারেন।’’ 

সব মিলিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট-পরবর্তী ক্যারিয়ারে কোন পেশা বেছে নিবেন, তা এখনো নিশ্চিত নয়। ম্যাচ রেফার হবেন, নাকি গড়বেন কোচিং ক্যারিয়ার?  সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সময়ে। 

ঢাকা/রিয়াদ/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে