উত্তরায় শুটিং নিয়ে সমঝোতা, শর্ত মেনেই চলবে কাজ
Published: 26th, July 2025 GMT
উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং নিয়ে সাম্প্রতিক উত্তেজনার অবসান ঘটেছে। কল্যাণ সমিতির শুটিং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মধ্য দিয়ে এলাকায় আবার সচল হচ্ছে ছোট পর্দার শুটিং কার্যক্রম। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত এক ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়। আলোচনায় কল্যাণ সমিতির সদস্য, হাউস মালিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং ছোট পর্দার বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, ‘ছোট পর্দার সব সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করে কল্যাণ সমিতিতে জমা দেবে। সমিতির যেসব শর্ত আলোচনায় উঠেছে, তার সবই আমাদের খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত রয়েছে। তাই আমি সমাধানে কোনো জটিলতা দেখছি না। বরং এটিই হতে পারে ভবিষ্যতের জন্য একটি গঠনমূলক দৃষ্টান্ত।’
আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শুটিংয়ের সময় নির্ধারণ নিয়ে। হাউস মালিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসাইন প্রথম আলোকে বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে রাত ১১টার পর কোনো শুটিং করা যাবে না। পাশাপাশি রাস্তায় বা আউটডোরে শুটিং করলে যানজট ও জনভোগান্তির বিষয়টি মাথায় রাখতে হবে।’
হাউস মালিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘এফটিপিও থেকে যেসব নিয়মনীতি আমাদের দেওয়া হবে, আমরা তা অনুসরণ করেই কাজ করব। আবাসিক এলাকায় যেন কারও অসুবিধা না হয়, সেই অনুযায়ী হাউস পরিচালনা করা হবে।’
এ আলোচনায় আরও উপস্থিত ছিলেন হাউস মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল রনি, অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সালেহীন, অনুষ্ঠান সম্পাদক এম এ সালাম সুমন এবং টেলিপ্যাব-এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির। সবাই আলোচনার মাধ্যমে সৃষ্ট সমঝোতাকে ইতিবাচকভাবে দেখেছেন।
২০ জুলাই উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে শুটিংজনিত জনসমাগম, শব্দদূষণ ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে এলাকাবাসীকে শুটিংয়ের জন্য বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানায়। এর পর থেকেই নির্মাতা ও শিল্পীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়। এরপরই আলোচনার প্রক্রিয়া শুরু হয়।
উত্তরা সেক্টর-৪ এলাকায় বর্তমানে তিনটি শুটিং হাউস নিয়মিত কাজ করছে—লাবণী-৪, লাবণী-৫ এবং আপন ঘর-২। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশনের শুটিং হাউস থাকলেও তা নিয়মিত নয়।
শিল্পী, নির্মাতা ও হাউসমালিকদের মধ্যে সমঝোতা তৈরি হওয়ায় আশাবাদী সবাই। শুটিং কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে নতুন এই উদ্যোগ এক মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।