বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে বিএটিবিসির
Published: 27th, July 2025 GMT
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিবিসি) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বা মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে। এই সময় ইপিএস কমলেও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বা এনওসিএফপিএস বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, বিক্রয় কমে যাওয়া, মূল্যস্ফীতিজনিত খরচ বেড়ে যাওয়া এবং কোম্পানিটির ঢাকা কারখানা বন্ধের কারণে সম্পদমূল্য কমে যাওয়া—এসব কারণে বিএটিবিসির সম্পদমূল্য কমে গেছে।
২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ৪৮ পয়সা। জানুয়ারি-জুন ২০২৫—এই ছয় মাসে ইপিএস হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ১৭ টাকা ১৪ পয়সা। এদিকে ইপিএস কমলেও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারি-জুন ২০২৫ সময়ে এনওসিএফপিএস বেড়ে হয়েছে ৯ টাকা ৫ পয়সা, যেখানে গত বছর এই সময়ে তা ছিল ঋণাত্মক ২০ টাকা ৮৭ পয়সা। কোম্পানিটি জানায়, রপ্তানি আয় বেড়ে যাওয়া ও নগদ অর্থপ্রবাহ ব্যয় কমে যাওয়ায় এই উন্নতি হয়েছে।
এদিকে চলতি বছরের জুন মাসে প্রায় ৬০ বছর পর ঢাকা থেকে কারখানা সাভারে সরিয়ে নিতে শুরু করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি বা বিএটিবিসি। কোম্পানিটি রাজধানীর মহাখালী থেকে সাভারের আশুলিয়ায় তাদের কারখানা সরিয়ে নিচ্ছে।
কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালের জন্য বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে একজন শেয়ারধারী ৩০ টাকা লভ্যাংশ পেয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বছর র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৮ জুলাই ২০২৫)
ত্রিদেশীয় যুব ওয়ানডেতে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ত্রিদেশীয় যুব ওয়ানডেবাংলাদেশ-জিম্বাবুয়ে
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
আগামীকাল ভোর ৫টা, টি স্পোর্টস