রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে আজ সোমবার দুপুরে এই কর্মসূচি পালন করেন তাঁরা। পরে বেলা দেড়টার দিকে তাঁরা কর্মসূচি শেষ করেন।

এর আগে শিক্ষার্থীরা রুয়েট থেকে বাসে করে দুপুর পৌনে ১২টার দিকে নগরের বর্ণালি মোড়ে বিএমডিএ ভবনের সামনে জড়ো হন। তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন এবং স্লোগান দেন। এ সময় তিন শিক্ষার্থী বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বিএমডিএর কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো সহকারী ইঞ্জিনিয়ার (সপ্তম গ্রেড) পদে নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রমোশনাল কোটা থাকবে না; উপসহকারী ইঞ্জিনিয়ার (অষ্টম গ্রেড) পদে সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে; বর্তমানে বিএমডিএতে সহকারী ইঞ্জিনিয়ার পদে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং ওই পদগুলোতে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে।

রুয়েট শিক্ষার্থী মেহরান আল বান্না বলেন, ১৭ বছর ধরে বিএমডিএতে কোনো ধরনের নিয়োগ হয়নি। এই প্রতিষ্ঠানে নিচের কর্মকর্তাদের ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্ব দিয়ে ওপরের দিকে প্রমোশন দেওয়া হয়েছে। এখন তাঁরা এই পদগুলো স্থায়ী করতে চাইছেন। এ ধরনের প্রমোশন বন্ধ করে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। যাঁরা ওপরের ওই পদগুলো দখল করে আছেন, তাঁদের আগের পদে নামিয়ে দিতে হবে।

এ বিষয়ে বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা কিছু বিষয় নিয়ে এসেছিলেন। এগুলো গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

রুয়েট শিক্ষার্থীরা এর আগে ২০ জুলাই একই দাবি নিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) সামনে বিক্ষোভ কর্মসূচি করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এমড এ

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ