ইমরান-কনার কণ্ঠে ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার গান
Published: 29th, July 2025 GMT
বাংলা সংগীত জগতের সফল জুটি ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা আবারো একসঙ্গে গাইলেন নতুন সিনেমার গানে। কামরুজ্জামান পরিচালিত ‘আবার হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তারা।
রোমান্টিক ঘরানার ‘একটি গল্প অল্প অল্প’ শিরোনামের গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা।
ঢাকার মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই চিত্রায়নও শেষ হয়েছে রাঙামাটির নয়নাভিরাম প্রাকৃতিক লোকেশনে। গানের নৃত্য পরিচালনা করেন কোরিওগ্রাফার জাকির হোসেন।
আরো পড়ুন:
লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের (ভিডিও)
জসীমের কবরে রাতুলকে সমাহিত করে দুই ভাইয়ের আবেগঘন পোস্ট
সিনেমাটি প্রযোজনা করছে দেশের দুটি খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান—ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। সিনেমার গল্পের মতো এর গান নিয়েও নির্মাতার ছিল আলাদা পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় প্রাণ যোগ করেছে ইমরান-কনার আবেগঘন গায়কি।
এ গান প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, “আমি সবসময় এমন গানই গাইতে চাই, যেগুলো গল্প বলার মতো—সংবেদনশীল, আবেগঘন। ‘একটি গল্প অল্প অল্প’ ঠিক তেমনই একটি গান। ইমন সাহার সংগীতায়োজনে গভীর আবহ তৈরি হয়েছে। আর কনার সঙ্গে গাওয়াটা সবসময়ই দারুণ এক অভিজ্ঞতা।”
গানটি নিয়ে আশা ব্যক্ত করে দিলশাদ নাহার কনা বলেন, “এই গান গাওয়ার সময়ই মনে হচ্ছিল—এটা শুধুই গান নয়, যেন একটা সিনেম্যাটিক অভিজ্ঞতা। কথা, সুর আর ইমরানের সঙ্গে ডুয়েট—সব মিলিয়ে গানটা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। রেকর্ডিংয়ের সময় থেকেই অনুভব করছিলাম—এই গানটা আলাদা কিছু।”
পরিচালক কামরুজ্জামান বলেন, “আমরা চাই, ‘আবার হঠাৎ বৃষ্টি’ শুধু একটি সিনেমা না, গান দিয়েও দর্শকদের মনে দাগ কাটুক। ইমন সাহার সুরে ইমরান ও কনার কণ্ঠ দর্শক-শ্রোতাদের জন্য হবে এক দারুণ শ্রুতিমধুর অভিজ্ঞতা।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর চ ল ইমর ন
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫