যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক বিরোধ মেটানো ও চলমান বাণিজ্যযুদ্ধ থেকে মুক্তির লক্ষ্যে এ আলোচনা হয়েছে। ফল—আবারও তিন মাস মেয়াদি যুদ্ধবিরতির সম্ভাবনা।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ আলোচনায় অংশ নেন। সুইডিশ প্রধানমন্ত্রী কার্যালয় রোজেনবাদে এ বৈঠক হয়। বৈঠকে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং উপস্থিত ছিলেন।

বিদ্যমান বন্দোবস্ত অনুযায়ী, চীনকে আগামী ১২ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্থায়ী শুল্ক চুক্তি করতে হবে। এর আগে মে ও জুন মাসে তাদের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছিল। সে সমঝোতার কল্যাণে পাল্টা শুল্ক আরোপ ও দুর্লভ খনিজ রপ্তানি বন্ধের মতো উত্তেজনাপূর্ণ পদক্ষেপ স্থগিত করা সম্ভব হয়।

দুই পক্ষের প্রতিনিধিরা সন্ধ্যা আটটার দিকে ‘রোজেনবাদ’ কার্যালয় ত্যাগ করেন, যদিও তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। মঙ্গলবার আবার আলোচনা শুরু হওয়ার কথা।

স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ আলোচনার বিষয়ে বলেন, ‘আমি চাই, চীন নিজেদের বাজার খুলে দিক।’ বাস্তবতা হলো চীন–যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের শুল্কহার আবারও তিন অঙ্কের ঘরে ফিরে আসতে পারে। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যত নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বৈশ্বিক সরবরাহব্যবস্থায়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, আজ মঙ্গলবার স্টকহোমের আলোচনায় বড় অগ্রগতি আশা করছেন না তিনি। আরও বলেন, ‘আমার প্রত্যাশা হলো এ পর্যন্ত যে চুক্তিগুলো হয়েছে, সেগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের প্রবাহ ঠিক রাখা। সেই সঙ্গে ভবিষ্যতে ভারসাম্যপূর্ণ বাণিজ্যের ভিত্তি স্থাপন।’

এ আলোচনার আগে গত রোববার ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করেন। এখন পর্যন্ত তিনি যত চুক্তি করেছেন, তার মধ্যে এ চুক্তি অন্যতম বৃহৎ। এ চুক্তির অধীন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বেশির ভাগ ইউরোপীয় পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ৯০ দিনের যুদ্ধবিরতি আরও বাড়ানো হতে পারে। সম্ভবত ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে একটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্ভবত এ সময়সীমা এর জন্যই বাড়ানো হচ্ছে।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, বেইজিংয়ের সঙ্গে চলমান আলোচনা ব্যাহত না করতে এবং সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পথ মসৃণ করতে যুক্তরাষ্ট্র আপাতত চীনে প্রযুক্তি রপ্তানিতে কড়াকড়ি শিথিল করেছে।

অন্যদিকে ওয়াশিংটনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনেটররা চলতি সপ্তাহে চীনের সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্নমতাবলম্বী ও তাইওয়ান নিয়ে নতুন বিল উত্থাপন করতে যাচ্ছেন। এ পরিস্থিতিতে উভয় দেশের আলোচনা জটিল হয়ে যেতে পারে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে আগস্ট মাসে সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর স্থগিত করছেন। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

এ সফরে বেইজিং ক্ষুব্ধ হতে পারত এবং পরিণামে আলোচনার পথও রুদ্ধ হতো। চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। যদিও তাইওয়ান এ দাবি প্রত্যাখ্যান করে এবং তাইপের প্রতি যুক্তরাষ্ট্রের যেকোনো সমর্থনের প্রতি নিন্দা জানায় চীন।

এর আগে মে ও জুন মাসে জেনেভা ও লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় মূলত পাল্টাপাল্টি শুল্ক হ্রাস এবং বন্ধ হয়ে যাওয়া খনিজ ও প্রযুক্তিপণ্যের রপ্তানি আবার চালুর বিষয়ে আলোচনা হয়।

আলোচনা এখন পর্যন্ত এসব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ আছে। আরও গভীর অর্থনৈতিক বিষয়, যেমন চীনের রপ্তানিনির্ভর রাষ্ট্র নেতৃত্বাধীন অর্থনৈতিক মডেল কিংবা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণের জাতীয় নিরাপত্তাভিত্তিক যুক্তি—এসব নিয়ে গভীরে আলোচনা হয়নি।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের চীনবিষয়ক অর্থনৈতিক বিশ্লেষক স্কট কেনেডি বলেন, জেনেভা ও লন্ডনের আলোচনা ছিল মূলত সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ, যেন পরে প্রকৃত সমস্যাগুলো নিয়ে কথা বলা যায়।

বেসেন্ট ইতিমধ্যে সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি চান, চীন রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির মডেল থেকে অভ্যন্তরীণ চাহিদাভিত্তিক মডেল গ্রহণ করুক, এটি যুক্তরাষ্ট্রের বহুদিনের নীতিগত লক্ষ্য।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র-চীন আলোচনার জটিলতা অন্য এশীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার চেয়ে অনেক বেশি এবং তাতে আরও সময় লাগবে। বিশেষ করে সামরিক সরঞ্জাম থেকে শুরু করে গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপার পর্যন্ত বহু পণ্যে ব্যবহৃত চীনের দুর্লভ খনিজ ও চুম্বক উপাদান যুক্তরাষ্ট্রের ওপর একধরনের চাপ প্রয়োগের কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে।

গত ১২ মে দেশ দুটি বাণিজ্যযুদ্ধ বিরতিতে সম্মত হয়। এর আগপর্যন্ত তারা কেবল একে অপরের পণ্যে শুল্ক বাড়িয়েই গেছে। সেদিনের যৌথ বিবৃতি অনুযায়ী, ১৪ মে থেকে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নিয়ে আসে এবং চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র ন য ক তর ষ ট র ত ইওয

এছাড়াও পড়ুন:

৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে সংশোধনী দিল পিএসসি

৪৮তম বিসিএস (বিশেষ)-২০২৫-এর মৌখিক পরীক্ষার সময়সূচি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংশোধনী এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তির ৩.৫ উপ-অনুচ্ছেদের একটি বাক্য পরিবর্তন করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপির পরিবর্তে এখন বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে।

গতকাল রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রথম পর্যায়ে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। এ পরীক্ষায় সহকারী ডেন্টাল সার্জন ক্যাডার পদে ৫১১ প্রার্থী, সহকারী সার্জন ক্যাডার পদে ১৯১ প্রার্থীসহ মোট ৭০২ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে শুরু হবে। এরপর ৭ ও ১০ আগস্টেও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা।

আরও পড়ুনশিক্ষা ও চিকিৎসার দুটি বিশেষ বিসিএস দ্রুত শেষ করতে চায় সরকার১০ ঘণ্টা আগে

পরীক্ষার ভেন্যু—

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এ অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন। এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

*মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন এখানে

আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশন বিশাল নিয়োগ, পদ ৩৬৩৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • পুতিনকে এবার ১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • ফুটবল ম্যাচ কেন ৯০ মিনিটের হয়
  • পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা ট্রাম্পের
  • পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে সংশোধনী দিল পিএসসি
  • ১ আগস্টের কি সময়সীমা বাড়াবেন ট্রাম্প, কী অপেক্ষা করছে
  • আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে