মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আগামীকাল রবিবার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই সমাবেশে ইশতেহার পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২ আগস্ট) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে এনসিপির নেতাকর্মীদেরকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সমাবেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 
দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া জানান, এনসিপির মাসব্যাপী পদযাত্রার সময় নেতারা সারা দেশের জনপদে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। কৃষক, শ্রমিক, দিনমজুর, গৃহিণীসহ নানা শ্রেণি-পেশার মানুষের অভিজ্ঞতা, চাহিদা এবং স্বপ্ন থেকেই তৈরি হয়েছে এই ইশতেহার।

তিনি বলেন, “এই ইশতেহারে থাকবে জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এনসিপির দায়িত্ব ও অঙ্গীকার। এটি শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নয়, একটি নাগরিক ভিত্তিক আন্দোলনের দিক নির্দেশনাও হবে।”

ঢাকা/কেএন/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইশত হ র এনস প র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ