ইধিকা পালের ডাবিং করে পারিশ্রমিক মেলেনি, ‘বরবাদ’ নিয়ে ক্ষুব্ধ দোয়েল
Published: 2nd, August 2025 GMT
শাকিব খান অভিনীত ঈদের আলোচিত সিনেমা ‘বরবাদ’ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল।
দোয়েল জানিয়েছেন, তিনি মূলত সিনেমাটির নায়িকা ইধিকা পালের কিছু অংশের ডাবিংয়ে অংশ নেন। কিন্তু কাজ শেষ করেও তিনি পারিশ্রমিক পাননি।
‘না করলে সেন্সর হবে না’ এ কথা বলে ডেকে নেন, কিন্তু টাকা দেননি পরিচালক- অভিযোগ দোয়েলের। দোয়েল বলেন, “হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে আমাকে ফোন করান। বলেন, ইমার্জেন্সি ডাবিং করতে হবে, না হলে সেন্সর বোর্ডে পাঠানো যাবে না। আমি বলি, স্পট পেমেন্ট করতে হবে। কিন্তু কাজ করেও কোনো টাকা পাইনি।”
দোয়েল আরও অভিযোগ করে বলেন, “এরপর কয়েকবার ফোন করেছি, কিন্তু পরিচালক ফোন ধরেননি। আমার জন্য এটা টাকার বিষয় নয়, সম্মানের প্রশ্ন। কোটি টাকা খরচ করে বড় ছবি বানিয়ে, দেশে শিল্পীদের মূল্য না দেওয়াটা খুবই দুঃখজনক।”
দোয়েলের ভাষায়, “হৃদয় ভাইয়ের সহকারীদের আচরণ দেখে মনে হয়েছে ওরা হলিউড থেকে এসেছে। রাত ১২টায় ফোন করে কাজ করাতে পারবে, কিন্তু টাকা দিতে পারবে না—এটা কোনো কাজের নীতি হতে পারে না।”
অন্যদিকে নির্মাতা মেহেদী হাসান হৃদয় অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি জানতাম না কোনো শিল্পীর পেমেন্ট বাকি রয়েছে। হয়তো অপরিচিত নম্বর থেকে ফোন আসায় ধরিনি। উনার নাম্বারও আমার কাছে নেই। যদি টেক্সট করতেন, কথা হতো।”
তিনি আরও জানান, “ওই শিল্পীর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে এ নিয়ে কোনো কথা হয়নি। সিনেমার শুটিংয়ে বাংলাদেশ থেকে শুধু আজাদ ভাই ছিলেন, বাকিরা সবাই ভারতীয় এডি টিমের সদস্য।”
দোয়েলের বক্তব্যে প্রশ্ন উঠেছে: শিল্পী যদি সিনেমার মূল নায়িকা না হন, তবে কি তার পরিশ্রমের মূল্য নেই? এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়াতেও আলোচনায়। দেশে কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের আনায় কোনো আপত্তি নেই, কিন্তু স্থানীয় শিল্পীদের প্রতি এমন অবহেলা প্রমাণ করে গ্ল্যামার ড্রেসের পেছনে লুকিয়ে থাকে দায়হীনতা।
ঢাকা/রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫