চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন বিপ্লবী ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ ঘটেছে।

রবিবার (৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্যরা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে চবিতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সবসময় সোচ্চার ছিলাম। কিন্তু আমরা গভীরভাবে উপলব্ধি করি যে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কোনো অরাজনৈতিক প্লাটফর্ম নেই। তাই আমরা শিক্ষার্থীদের অধিকার কেন্দ্রীক একটি অরাজনৈতিক প্লাটফর্ম থাকা জরুরি মনে করছি। সেই লক্ষ্যে একটি নতুন সংগঠন তৈরির উদ্যোগ নিয়েছি; যার নাম- বিপ্লবী ছাত্র ঐক্য।

আরো পড়ুন:

রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুবিতে শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারা বলেন, বিপ্লবী ছাত্র ঐক্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, শোষণ ও বৈষম্যর বিরুদ্ধে প্রতিরোধ এবং শিক্ষার্থীদের ন্যায় ভিত্তিক অধিকার আদায়ে কাজ করবে এ সংগঠন।

সংগঠনটির কর্মসূচির মধ্যে রয়েছে, বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সেমিনার, পাঠ চক্র, শিক্ষার্থীদের ন্যায় ভিত্তিক দাবী আদায়ে পদক্ষেপ, পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও কর্মসূচি।

সংবাদ সম্মেলনে আগামী ৬ মাসের জন্য বিপ্লবী ছাত্র ঐক্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক তাহসান হাবিব, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জুবায়ের হোসেন সোহাগ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক (দপ্তর) নূরন্নবী সোহান, সদস্য সচিব তানিম মুশফিক, যুগ্ম সদস্য সচিব এসএইচ সোহেল এবং মূখ্য সংগঠক মশিউর রহমান সোহাগ।

কমিটিতে সংগঠক হিসেবে রয়েছেন- নূর ইকবাল সানি, উৎস মাহমুদ, শাকিবুর রহমান, ইশরাত জাহান ইয়ামিন, ত্বন্বী চৌধুরী, মালিহা চৌধুরী, রাতুল বিন হোসাইন ও আশিক।

ঢাকা/মিজান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন ত ক লক ষ য

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের