সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি রাসেল গ্রেপ্তার
Published: 4th, August 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মো: রাসেল হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি মো. মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ (৩২) পালিয়ে যায়।
সোমবার (৪ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম। এরআগে রবিবার (৩ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেল লাইন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি রাসেল হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্পের মৃত ইসরাফিলের ছেলে এবং পলাতক মাদক কারবারি মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ একই এলাকার খলিলের ছেলে।
ওসি মো: শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত রাসেল হোসেন ও পলাতক মো.
তিনি আরো জানান, পলাতক মাদক ব্যবসায়ী মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ম র দ ওরফ ফরহ দ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মাহমুদ (৩৫) কে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরিফ মাহমুদ সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার সিরাজ উদ্দিন সরকারের ছেলে। তিনি নাসিক ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
রোববার (৩ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় আটি ভূমি পল্লী আবাসন এলাকার প্রধান গেটের সামনে থেকে শনিবার (২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আরিফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। নতুন আরেকটি মামলা করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।