ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গতকাল সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গুরুত্বপূর্ণ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টা ধরে চলা কয়েক দফার এ বৈঠকে ট্রাম্পের ডানে বসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

হোয়াইট হাউসের ইস্ট রুমে আনুষ্ঠানিকভাবে বহুপক্ষীয় বৈঠক শুরু হওয়ার ঠিক আগে ট্রাম্পকে প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে নিচু স্বরে কথা বলতে দেখা যায়। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ অবসানে সম্ভাব্য একটি চুক্তির বিষয় নিয়েই ফিসফিস করে মাখোঁর সঙ্গে কথা বলেন। কিন্তু ট্রাম্পের সামনে থাকা মাইকটি তখন চালু ছিল। তাই ফিসফিসিয়ে মাখোঁকে যা বললেন, তার সবটাই শোনা যায়।

মাইকে শোনা যায়, ট্রাম্প মাখোঁকে বলছেন, তাঁর মনে হচ্ছে, রুশ প্রেসিডেন্ট পুতিন সমঝোতা করতে চান।

আরও পড়ুনইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা থামিয়ে পুতিনকে ফোন করলেন ট্রাম্প১২ ঘণ্টা আগে

ট্রাম্পকে বলছিলেন, ‘আমার মনে হয় তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) সমঝোতা করতে চান.

..আমার মনে হয়, তিনি আমার জন্য একটি সমঝোতায় আসতে চান, আপনি এটা বুঝতে পারছেন তো? অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি।’

মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যে বোঝা যায়, তিনি বিশ্বাস করেন, পুতিন একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এতে গত শুক্রবার আলাস্কায় রুশ নেতার সঙ্গে তাঁর অনুষ্ঠিত বৈঠকের মূল আলোচনার বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়।

মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যে বোঝা যায়, তিনি বিশ্বাস করেন, পুতিন একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এতে গত শুক্রবার আলাস্কায় রুশ নেতার সঙ্গে তাঁর অনুষ্ঠিত বৈঠকের মূল আলোচনার বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়।

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প।

এ বৈঠকের মাঝখানে ট্রাম্প ফোনে পুতিনের সঙ্গেও কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প-পুতিন ফোনালাপের পর আবার বৈঠক শুরু হয়।

আরও পড়ুনপুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছি: ট্রাম্প১০ ঘণ্টা আগে

কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি।

তবে কবে, কোথায় এ বৈঠক হবে, সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ওই বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে। সেখানে দুই প্রেসিডেন্টের (পুতিন ও জেলেনস্কি) সঙ্গে আমিও থাকব। আবারও বলছি, প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য এটি একটি খুব ভালো ও প্রাথমিক পদক্ষেপ।’

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সঙ্গে বৈঠকের জন্য ‘প্রস্তুত’। আর মস্কোর পক্ষ থেকে ক্রেমলিনের এক সহকারী বলেছেন, পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার ‘পরিকল্পনা’ বাতিল করেননি।

আরও পড়ুনট্রাম্পের সমর্থন নেমে মেয়াদের তলানিতে৪ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র সমঝ ত

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ