২২ বছর আগে বিয়ে করেছেন আরজিনা ও এমারত। তাদের সন্তানের বয়স এখন ২১ বছর। জাতীয় পরিচয় পত্র হলেও সন্তানকে মেনে নিচ্ছে না পিতা। জাতীয় পরিচয়পত্র করার কারণে দিচ্ছেন হুমকি। এখন ঘরবন্দি ও জীবননাশের হুমকিতে কাটছে মা-সন্তানের জীবন। 

অভিযুক্ত স্বামী মো. এমারত হোসেন (৪০) গাজীপুর মহানগরীর ভারারুল জামতলা এলাকার আবুল হোসেনের ছেলে।

জামতলা এলাকার আব্দুল কাদেরের মেয়ে আরজিনার সঙ্গে সম্পর্ক হয় একই এলাকার এমারতের সাথে। এরপর ২০০৩ সালে হুজুর ডেকে বিয়ে করেন দু’জন। পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এরপর থেকেই তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে এমারত আরেকটি বিয়ে করেন। তারপর থেকে সন্তান এমরানকে নিয়ে বসবাস করছেন আরজিনা। ছেলের বয়স ১৮ বছর হলে জাতীয় পরিচয়পত্র বানানো হয়। এরপর থেকে শুরু হয় নানা ধরনের হুমকি। 

অভিযুক্ত স্ত্রী আরজিনা আক্তার বলেন, “আমার ভরণপোষণ দেন না। তবে গোপনে সম্পর্ক রেখেছে। শুধুমাত্র আমাদের ঈদের সময় খরচ দিতো। এখন আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে। ওর পরিচয় দরকার, পরে স্বামীর সঙ্গে কথা বলে ভোটার আইডি কার্ড করি। এখন ভোটার আইডি করার কারণে আমাদের হুমকি দিচ্ছে। আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তায় আছি।”

আরজিনার সন্তান এমরান বলেন, “আমার পিতা এমারত। তবে তিনি আমাকে অস্বীকার করেন। এখন আমার নামে বিভিন্ন মামলা দিচ্ছে। আমার মাকে নিয়ে অনিরাপদ জীবনযাপন করছি। আমাকে মেরে ফেলার হুমকিও দেয়।”

এবিষয়ে জানতে চাইলে এমারত হোসেন বলেন, “আমার সঙ্গে তার কোন বিয়ের সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। একজন চাইলেই স্বামী ও পিতার পরিচয় দেওয়া যায় নাকি? তাদের উদ্দেশ্য ভিন্ন।”

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র সন ত ন আরজ ন

এছাড়াও পড়ুন:

নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক

গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন। এরপর বাংলাদেশ আর টেস্ট খেলেনি। মাঝে নানা ঘটনাপ্রবাহের পর সিদ্ধান্ত পাল্টেছেন নাজমুল, টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল।

২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওদেরই মাঠে দুটি টেস্ট জিতেছে। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।

গত বছর তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময় ভালো না যাওয়ায় এ বছরের শুরুতে সেই সংস্করণের নেতৃত্ব থেকে নিজেই সরে যান। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হুট করেই নাজমুলকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরে নাজমুল টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন

সম্পর্কিত নিবন্ধ

  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
  • সঞ্চয়পত্র কেনার পর যেসব বিষয়ে সতর্ক থাকবেন
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক