ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে হত্যা
Published: 7th, September 2025 GMT
ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকার নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
নিহত আমিনুল হক নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।
আরো পড়ুন:
বলাৎকারের পর ৮ বছরের শিশুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এশার নামাজের পর আমিনুল হক নোমানী নিজ ঘরে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার ঘরে প্রবেশ করে। তারা আমিনুল হক নোমানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আমিনুল হক নোমানীকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আমিনুল হক নোমানীকে হত্যার প্রতিবাদে তার সহকর্মী ও ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাতেই ভোলা সদর হাসপাতালের সামনে ও ভোলা সদর রোডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আনতে পুলিশ কাজ করছে।”
ঢাকা/ইমরান/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫