কুমিল্লায় মা-মেয়ের লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা
Published: 8th, September 2025 GMT
কুমিল্লা নগরের কালিয়াজুরী এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে শহরের পিটিআই মাঠসংলগ্ন নীলি কটেজের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।
আরো পড়ুন:
জমিয়ত নেতার লাশ মিলল নদীতে
শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “খাটের নিচে একটি বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।”
নিহতরা হলেন- তাহমিনা বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া আফরিন রিংকি (২২)।
রিংকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তাহমিনা বেগমের স্বামী নুরুল ইসলাম আদালতের হিসাবরক্ষক ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে তাহমিনা বেগমের বড় ছেলে ঢাকা থেকে কুমিল্লার বাসায় আসেন। তিনি বাসার দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে মা ও বোনকে খাটে শুয়ে থাকতে দেখেন। পরে তার ছোট ভাই বাসায় আসেন। এরপরও মা-বোনের নড়াচড়া না দেখে তাদের সন্দেহ হয়। ডাকাডাকির এক পর্যায়ে বুঝতে পারেন তাদের মা-বোন মারা গেছেন।
নীলি কটেজের মালিক আনিসুর রহমান জানান, রাত ১টার দিকে নিহতের ছেলে আল আমিন ফোনে জানান, তার মা ও বোনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দুইটি আলাদা কক্ষে তাদের মরদেহ দেখতে পান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। তবে, মেয়ের গলায় হালকা দাগ এবং মায়ের চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
ঢাকা/রুবেল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত