সিটি ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
Published: 9th, September 2025 GMT
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির একজন পরিচালক পূর্ব ঘোষণা অনুযয়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিটি ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজারদরে উল্লিখিত পরিমান শেয়ার ক্রয় সম্পন্ন করেন তিনি।
এর আগে ১ সেপ্টেম্বর ব্যাংকটির এই পরিচালক ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করার ঘোষণা দিয়েছিলেন।
সিটি ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। এ হিসাবে মোট শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন