সাভারের জিয়ন বুটিক রিসোর্টে উদ্‌যাপিত হলো পাবলিক হেলথ প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (পিপিডিএস) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত শনিবার সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এতে অনেক সদস্য ভার্চ্যুয়ালিও অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য প্রতিষ্ঠাতা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের (এনজিএইচআই) পরিচালক প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হায়াতুন নবী।

অনুষ্ঠানে মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘২০২০ সালে কোভিড মহামারির সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় অলাভজনক সংগঠন পিপিডিএস। অল্প সময়ের মধ্যেই জনস্বাস্থ্য গবেষণায় দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হই আমরা। সংগঠনের গবেষকেরা এরই মধ্যে বৈশ্বিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তাঁরা অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও মাস্টার্সের সম্মানজনক ডিগ্রিতে পড়াশোনার সুযোগ অর্জন করেছেন।’

মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার আরও বলেন, ‘সংগঠন হিসেবে আমরা এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে স্বাস্থ্য–বৈষম্য নেই এবং সামাজিক–অর্থনৈতিক অবস্থা বা ভৌগোলিক অবস্থান যা–ই হোক না কেন, সবাই চিকিৎসাসেবার সমান সুযোগ পাবে।’

বার্ষিক সাধারণ সভার পাশাপাশি সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানে ছিল ব্রেনস্টর্মিং ওয়ার্কশপ সেশন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বব দ য ম হ ম মদ অন ষ ঠ ন স গঠন

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের