ফতুল্লার দাপা পোস্ট অফিস রোডস্থ বন্ধ থাকা রেইনবো ডাইংয় নামের একটি কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

অজ্ঞাত চোরের দল ডাইংটির ভিতরে থাকা একটি রুমের তালা ভেঙ্গে কয়েক লক্ষাধিক টাকা মূল্যমানের ক্যাবল,মোটর,এসি সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। সোমবার রাতের কোন এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।

রেইনবো ডাইংয়ের মালিক হাজী গোলাম মর্তূজা জানান, তিনি তার কারখানার নিরাপত্তারক্ষীর মাধ্যমে জানতে পেরেছেন যে, সোমবার রাতে নিরাপত্তাকর্মী এশার নামাজ পরে বাসায় যায় রাতের খাবার খেতে। রাতের খাবার খেয়ে এসে দেখতে পায় যে ক্যাবল,মোটর,যন্ত্রপাতি রাখা  ডাইংয়ে ভিতরে একটি রুমের তালা ভাঙ্গা।

ভিতরে ডুকে দেখতে পায় যে ছোট বড় একাধিক মটর, একটি ক্যাবল, বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ এবং একটি পুরাতন এসি অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে বলে তাকে জানিয়েছে। তিনি বুধবার ঢাকা থেকে এসে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিবেন বলে জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ