কাতারের দোহায় আরব ও মুসলিম দেশগুলোর একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো কাতারের প্রতি সংহতি এবং গত সপ্তাহে দোহায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানিয়েছে।

গতকাল সোমবার আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ সম্মেলনে প্রায় ৬০টি সদস্যদেশ অংশ নেয়। এসব দেশের নেতারা বলেছেন, ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনের মধ্যে একটি ঐক্যবদ্ধ বার্তা দেওয়ার জন্য এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত সপ্তাহে দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। এ সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্র–সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। নজিরবিহীন ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরব ও মুসলিম দেশগুলোসহ বিশ্বের নানা প্রান্তে নিন্দার ঝড় ওঠে।

চলুন জেনে নেওয়া যাক, সম্মেলনে কোন দেশের নেতারা কী বলেছেন:

কাতার

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘আমার দেশের রাজধানী একটি বিশ্বাসঘাতী হামলার শিকার হয়েছে। হামাস নেতাদের পরিবার এবং সংগঠনটির আলোচক প্রতিনিধিদলের আবাসস্থলকে লক্ষ্য করে এ হামলা করা হয়।’

শেখ তামিম বলেন, গাজায় যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী নয় ইসরায়েল। কারণ, তারা আলাপ-আলোচনা ব্যাহত করার চেষ্টা করছে।

কাতারের আমির বলেন, ‘যদি তারা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে চায়, তবে কেন সব আলোচককে হত্যা করল? ইসরায়েল যেখানে আমাদের দেশে ড্রোন ও যুদ্ধবিমান পাঠিয়ে হামলা চালাল, সেখানে আমরা কীভাবে ইসরায়েলের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানাব?’

শেখ তামিম আরও বলেন, নেতানিয়াহু আরব অঞ্চলকে ইসরায়েলের প্রভাবক্ষেত্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। এটি বিপজ্জনক বিভ্রম। ইসরায়েল এখনো তার একগুঁয়ে মনোভাব বজায় রেখে যুদ্ধ চালিয়ে যাওয়ার জেদ দেখাচ্ছে।

তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘একটি রাষ্ট্রের সন্ত্রাসী মানসিকতার মুখোমুখি হচ্ছি আমরা, যা অরাজকতা ও রক্তপাতের ওপর টিকে আছে। এই মানসিকতা স্পষ্টভাবে জাতিসংঘের বিধান লঙ্ঘন করে এবং নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। অপরাধের শাস্তি না হওয়ায় এ মানসিকতা বদলাচ্ছে না।’

এরদোয়ান আরও বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে লোভী ও রক্তপিপাসু মনোভাব বিদ্যমান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার এবং মধ্যপ্রাচ্যকে আরও অরাজকতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে।

এরদোয়ান বলেন, ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। অতীতের নজির অনুযায়ী এমন চাপ কার্যকর। তিনি আরও বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, জাতিগত নিধন কিংবা বিভাজন মেনে নিতে পারি না।’

মিসর

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, কাতারের ভূখণ্ডে এই ঘৃণ্য হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করছে।

ফাত্তাহ আল-সিসি বলেন, ‘আমি ইসরায়েলের জনগণকে বলছি, যা এখন ঘটছে তা বিদ্যমান শান্তিচুক্তিগুলোকে ভন্ডুল করে দিচ্ছে। এর ফলাফল ভয়ংকর হবে।’ তিনি আরও বলেন, ইসরায়েলকে বুঝতে হবে যে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব জোরজবরদস্তি দিয়ে অর্জিত হবে না, বরং অন্য রাষ্ট্রের আইন ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে হতে পারে।

ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘নেতাদের ঐক্য ও সংহতি দৃঢ় করা উচিত, যাতে তাঁরা একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। আমাদের এই হুমকির মোকাবিলা করতে হবে। আর কোনো অপরাধ সহ্য করা হবে না। গাজা, বৈরুত কিংবা ইয়েমেনে যা হচ্ছে, তাতে চুপ করে থাকার সুযোগ নেই।’

ইরাক

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, ‘যেকোনো আরব বা ইসলামি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।’

আল-সুদানি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে শুধু নিন্দা নয়, বরং সমন্বিতভাবে সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি।’

আল–সুদানি একটি যৌথ আরব-ইসলামিক কমিটি গঠন করার প্রস্তাব দেন, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে আরব ও মুসলিম দেশগুলোর অবস্থান তুলে ধরবে। একই সঙ্গে যুদ্ধবিরতির জন্য একটি বিস্তৃত রূপরেখা তৈরিরও আহ্বান জানান তিনি।

জর্ডান

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ইসরায়েল যে সীমাহীন হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তারই জীবন্ত প্রমাণ দোহায় হামলা। তিনি বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া হতে হবে স্পষ্ট, দৃঢ় এবং সবচেয়ে বড় কথা—প্রতিরোধমূলক।’

বাদশাহ আবদুল্লাহ জোর দিয়ে বলেন, ইসরায়েলকে মোকাবিলা করা, গাজায় যুদ্ধ থামানো এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঠেকাতে এই শীর্ষ সম্মেলনকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ফিলিস্তিন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই, তারা যেন ইসরায়েলের অপরাধ এবং আমাদের দেশ ও জনগণের ওপর বারবার হামলার জন্য দেশটিকে দায়ী ও জবাবদিহি করে। তারা যেন তাদের দায়িত্ব পালন করে। এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’

মাহমুদ আব্বাস আরও বলেন, ‘ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকার আমাদের অঞ্চলে শান্তি ও নিরাপত্তার কোনো অংশীদার হতে পারে না। এই দুষ্ট রাষ্ট্র এবং তার আচরণের অবসান ঘটাতে আরব ও মুসলিম দেশগুলোর শক্ত অবস্থান এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ প্রয়োজন।’

মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, নিন্দা করলে ক্ষেপণাস্ত্র থামবে না। রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিনকে মুক্ত করবে। কড়া ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়ানো বন্ধ করার পাশাপাশি সম্পর্ক ছিন্ন করা উচিত।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা বলেন, ‘ফিলিস্তিন প্রশ্ন শুধু ফিলিস্তিনকে কেন্দ্র করে নয়। এটি আমাদের জাতির টিকে থাকা, আমাদের জনগণের মর্যাদা এবং আন্তর্জাতিক আইনের পবিত্রতারও প্রশ্ন।’

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, এই সম্মেলন থেকে শুধু ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত নিন্দা জানালেই চলবে না। বরং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর ও জরুরি পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনগাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ৬ ঘণ্টা আগে

পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানান। ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি ন্যায্য ও স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি পূর্ণ সমর্থন জানান।

উপসাগরীয় সহযোগিতা সংস্থা

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আল-বুদাইয়ি বলেন, ‘আমাদের কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যাশা, তারা ইসরায়েলের ওপর নিজেদের প্রভাব ব্যবহার করবে, যাতে তারা এই আচরণ বন্ধ করে।

আরও পড়ুনফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের অবস্থান৬ ঘণ্টা আগে

ওআইসি

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম ত্বহা বলেন, ‘এই সম্মেলন ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান গ্রহণের একটি সুযোগ।’

ব্রামিহ বলেন, ‘আমরা কাতারের রাষ্ট্রীয় ও ভৌগোলিক সার্বভৌমত্বে হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করছি।’

ওআইসির মহাসচিব আরব ও ইসলামি দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ‘দৃঢ় সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘দায়িত্ব নিতে’ ও ইসরায়েলকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে জোর দেন।

আরব লিগ

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত বলেন, অপরাধের প্রতি নীরব থাকা নিজেই একটি অপরাধ। আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের প্রতি নীরবতা আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে।

আরও পড়ুনযেখানেই থাকুন, হামাস নেতারা রেহাই পাবেন না: নেতানিয়াহুর হুঁশিয়ারি১১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আহ ব ন জ ন ইসর য় ল র আরও বল ন পদক ষ প সহয গ ত অবস থ ন র জন য বল ছ ন আম দ র ইসল ম ইসর য র অবস অপর ধ র ওপর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ