অস্ট্রেলিয়ায় আইসিসিবি প্রতিনিধিদল
Published: 17th, September 2025 GMT
অস্ট্রেলিয়ার মেলবোর্নে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইসিসির ১৪তম ওয়ার্ল্ড চেম্বারস কংগ্রেস। ২ থেকে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কংগ্রেসে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের (বাঁ থেকে ৫ম) নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। আরও রয়েছেন (বাঁ থেকে) ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল জব্বার, গ্রিন টেক্সটাইলের এমডি তানভীর আহমেদ,
ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, এভিন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, আইসিসিবির মহাসচিব আতাউর রহমান, এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, সায়হাম কটন মিলসের সৈয়দ ইশতিয়াক আহমেদ, আইসিসিবির সহসভাপতি এ কে আজাদ ও উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে