আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা। সকাল পৌনে ৯টার দিক থেকে শুরু হয় বৃষ্টি। চলে অন্তত আধা ঘণ্টা ধরে। আজ সপ্তাহের শেষ কর্মদিবস। আর আজ এমন সময়ে বৃষ্টি শুরু হলো যখন লাখো নগরবাসী অফিস বা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায়। এতে ভোগান্তি বাড়ে। এখন বেলা সোয়া ১০টার দিকে প্রতিবেদন লেখার সময় বৃষ্টি কমে এলেও আকাশে জমা হয়ে আছে মেঘ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ প্রথম আলোকে বলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিন ঘণ্টায় এটা অনেক বৃষ্টি।

যদি বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হয় তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়।

বৃষ্টিতে রাজধানীবাসী বিশেষ করে স্কুল–কলেজ বা অফিসগামী মানুষ বিপদে পড়েন। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা তাফসিরুল ইসলাম বলছিলেন, আকাশে মেঘ দেখেও ছাতা নিয়ে বের হইনি। বৃষ্টিতে পুরো ভিজে গেছি। টাউন হল মার্কেটের সামনে বাসের জন্য যখন অপেক্ষা করছিলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি এল।

তাফসিরুল যাবেন মতিঝিল। দিনভর সেখানে থাকতে হবে। তার আগেই সমস্ত পোশাক তাঁর ভিজে গেছে বলে জানান।

বৃষ্টির মধ্যে বাসের জন্য অপেক্ষায় এক পথচারী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মালিবাগে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

রাজধানীর মালিবাগের একটি বিপণিবিতানে শম্পা জুয়েলার্স থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। যার মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব এবং ১০০ ভরি বন্ধকী সোনা। প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার বেশি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পেছনের জানালা দিয়ে চোরেরা প্রবেশ করে। পুলিশ চোর শনাক্ত ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ