ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রতি সেকেন্ডে ৫০ বার ডানা ঝাপটাতে পারে হামিং বার্ড
হামিংবার্ড বিশ্বের সবচেয়ে ছোট পাখি। কিন্তু এই পাখি বাতাসে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে। এদের বেশিরভাগ প্রজাতির দৈর্ঘ্য ৩ থেকে ৫ ইঞ্চি হয়ে থাকে। হামিংবার্ড শুধুমাত্র উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়। এদের প্রায় ৩৪০টিরও বেশি প্রজাতি রয়েছে। সবচেয়ে ছোট প্রজাতি হলো মৌমাছি হামিংবার্ড যার ওজন মাত্র ২ গ্রামের মতো।
হামিং বার্ড বিশ্বের একমাত্র পাখি যারা পিছন দিকেও উড়তে পারে। এদের ডানা প্রতি সেকেন্ডে ৫০ থেকে ৮০ বার পর্যন্ত ঝাপটাতে পারে। এদের পালকগুলো উজ্জ্বল এবং বৈচিত্র্যময় রঙের হয়। হামিংবার্ডের বিপাক ক্রিয়া অত্যন্ত দ্রুত। এদের হৃদস্পন্দন বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে ২৫০ থেকে ১২০০ বার পর্যন্ত হতে পারে।
আরো পড়ুন:
দ্রুত সমস্যা সমাধান করতে পারে এই পাখি
শীতকাল এলেই ‘স্নো ফেইরি’ হয়ে যায় বরফের বলের মতো
হামিংবার্ড প্রধানত ফুলের মধু খায়। যার ফলে এর এরা পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ছোট পোকামাকড় এবং মাকড়সাও খায়। এই পাখি বেঁচে থাকার জন্য নিজেদের শরীরের ওজনের অর্ধেক থেকে পুরো ওজনের সমপরিমাণ খাবার খায়।
স্ত্রী হামিংবার্ড খুব সূক্ষ্মভাবে গাছের পাতা, মাকড়সার জাল এবং শ্যাওলা দিয়ে ছোট বাসা তৈরি করে।এরা সাধারণত দুটি ছোট, সাদা ডিম পাড়ে।
সূত্র: ডয়চে ভেলে
ঢাকা/লিপি