সম্পত্তি নিয়ে বিরোধে মায়ের লাশ ২০ ঘণ্টা আটকে রাখলেন দুই ভাই
Published: 10th, October 2025 GMT
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মায়ের লাশ দাফন না করে ২০ ঘণ্টা আটকে রাখেন দুই ছেলে। পরে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে মারা যান আমেনা বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্লাহর স্ত্রী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মায়ের সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই নজিব উল্লাহ ও সাইফুল উল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি।
বুধবার সন্ধ্যায় আমেনা বেগম বেগমগঞ্জে মেয়ের বাড়িতে মারা যান। পরে লাশ দাফনের জন্য তাঁর স্বামীর বাড়ি কোম্পানীগঞ্জের সিরাজপুরে আনা হয়। কিন্তু লাশ আনার পর দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে কথা–কাটাকাটি হয়, একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তিনি দুই পক্ষের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরে তাঁর উপস্থিতিতে সমঝোতা হলে গতকাল বেলা সোয়া দুইটার দিকে আমেনা বেগমকে তাঁর স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম প্রথম আলোকে বলেন, প্রাথমিক সমঝোতার ভিত্তিতে মায়ের দাফনে দুই ভাই সম্মত হয়েছেন। পরে স্থানীয়ভাবে বৈঠক করে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হবে, না হলে আইনি পথে বিষয়টির নিষ্পত্তি করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’
নোয়াখালী বিভাগের দাবিতে সরব হচ্ছেন জেলার বাসিন্দারা। কিছুদিন ধরে নানা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার বেগমগঞ্জের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ১০ মিনিটের জন্য চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্কয়ারে ব্লকেড কর্মসূচি পালন করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি পালন উপলক্ষে আজ সকালে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি–পেশার মানুষ চৌমুহনী চৌরাস্তা এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা স্লোগান দেন, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে চৌরাস্তার চারদিকের সড়কে ব্লকেড কর্মসূচি পালন করার কথা ছিল। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে ব্লকেড কর্মসূচির পরিবর্তে মানববন্ধন ও সমাবেশ করার সিদ্ধান্ত হয়। কিন্তু কর্মসূচির শেষ দিকে উপস্থিত ছাত্র–জনতা চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্কয়ার ঘিরে ১০ মিনিটের জন্য ব্লকেড কর্মসূচি পালন করেন। এতে চারদিকের সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। আজ বেলা ১১টায় বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায়