জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা পুরস্কার: ‘অত্যাচারের শিকার নারীরা, তাই চাই সংবেদনশীল সাংবাদিকতা’
Published: 13th, October 2025 GMT
কন্টেন্ট ক্রিয়েশন ও ভাইরালের তোড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীরা এক প্রকার ‘অত্যাচারের শিকার’ হচ্ছেন বলে এক অনুষ্ঠানে আলোচনায় উঠে এসেছে। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও সংবেদনশীল হওয়ার ওপর জোর দিয়েছেন অনুষ্ঠানটির বক্তারা।
আজ সোমবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে গণমাধ্যম পুরস্কার ২০২৫ (জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা) প্রদান অনুষ্ঠানে অতিথিদের কথায় বিষয়টি আলোচনায় আসে। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালটি’ প্রকল্পের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয় ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায়।
অনুষ্ঠানে বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী সামাজিক যোগাযোগমাধ্যমে নারী হেনস্তার দিকটি তুলে ধরে তা প্রতিরোধে ব্যর্থতার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন।
রাশেদা কে চৌধূরী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের যে অত্যাচার, তাতে মূলধারার মিডিয়া পিছিয়ে যাচ্ছে। সরকার ব্যবস্থা নেয় না। ঐকমত্য কমিশনে নারী নেই। এটা নিয়ে অনেকবার বলার পরেও কোনো জবাব নেই। নারী কমিশনকে যেভাবে গালিগালাজ করা হয়েছে, তাতে সরকারের প্রতিবাদ দেখা যায়নি। নারীরা প্রতিবাদ করেছেন। সেটা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা হেনস্তা করা হয়েছে। নাগরিক সমাজ থেকেও এসব বিষয়ে সরকারের দায়বদ্ধতার বিষয়টি সেভাবে বলা যায়নি।’
সাংবাদিকদের সংবেদনশীল হওয়ার ওপর জোর দিয়ে দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ অনুষ্ঠানে বলেন, ‘অনেক প্রতিষ্ঠানের কনটেন্টে সংবেদনশীলতার অভাব আছে এবং ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে দেখা যায়। এখন ভাইরালের সময় যাচ্ছে, যাচাই হচ্ছে না। কনটেন্ট ক্রিয়েশন যে পর্যায়ে গেছে, তাতে বিদ্বেষ ও ঘৃণা চাষের জায়গা তৈরি হয়েছে। নারীরা বেশি শিকার হচ্ছেন। এর বিপদগুলো নিয়ে কাজ করতে হবে। কোনটা সাংবাদিকতা আর কোনটা অপপ্রচার, তা বের করতে মিডিয়া লিটারেসির উদ্যোগ নিতে হবে।’
ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে আজ সোমবার জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতায় গণমাধ্যম পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাশেদা কে চৌধূরী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ব দনশ ল স র স ব দনশ ল প রস ক র অন ষ ঠ ন সরক র র ব দ কত
এছাড়াও পড়ুন:
স্বর্ণের দামে নতুন রেকর্ড
দেশের বাজারে আবারো স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে।
দাম বাড়ানোর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। সোমবার (১৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৯ হাজার ১০১ টাকা বেচাকেনা হয়েছে। নতুন দাম ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে বাণিজ্যিকভাবে বেড়েছে গাছ আলুর আবাদ
ঠাকুরগাঁওয়ে সবজির দাম চড়া, মরিচে স্বস্তি
সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) ও রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
এবার স্বর্ণের দামের সঙ্গে রূপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮০৩ টাকা।
ঢাকা/নাজমুল/মেহেদী