যুক্তরাজ্যের গাড়ির ব্র্যান্ড এমজি বাংলাদেশের বাজারে ‘এইচএস’ সিরিজের নতুন মডেলের গাড়ি আনতে চলেছে। নতুন মডেলের এই সিরিজে থাকবে প্লাগ-ইন হাইব্রিড ও হাইব্রিড প্লাস এ দুটি মডেল। প্লাগ-ইন হাইব্রিড মডেলের গাড়ি শুধু বিদ্যুৎ ব্যবহার করেও চলতে পারে। আবার বিদ্যুৎ এবং জ্বালনি এই দুই মাধ্যম ব্যবহার করেও চলতে পারে। আর হাইব্রিড প্লাস মডেলের গাড়ি চলবে ব্যাটারি ও জ্বালানি দুটোই ব্যবহার করে।

দেশের বাজারে এমজি গাড়ি বাজারজাত করছে র‍্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‍্যানকন। এতে বলা হয়, এমজির এইচএস মডেলের প্লাগ-ইন হাইব্রিড গাড়িটি এক চার্জে ১২০ কিলোমিটারের বেশি চলতে পারবে। আর এক চার্জ ও ফুল ট্যাংক জ্বালানিতে চলতে পারবে ১ হাজার কিলোমিটারের বেশি। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে জোর দিয়ে এমজি এইচএস মডলের নতুন হাইব্রিড সিরিজ তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির গাড়ি স্বল্প দূরত্ব পথ পাড়ি দেওয়ার জন্য শুধু বিদ্যুৎ ব্যবহার করেই চলতে পারবে। এতে কোনো কার্বন নিঃসরণ হবে না। অন্যদিকে হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়ালমোড পাওয়ার সিস্টেম, যা বিদ্যুৎ ও পেট্রোল ব্যবহারের সমন্বয় করবে।

র‍্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক (অটো ডিভিশন ২) মোস্তাফিজুর রশিদ বলেন, এমজির এই মডেলের গাড়ি জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এই গাড়িতে থাকবে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা। আর তিন বছরের ফ্রি সার্ভিস। এই মডেলের প্লাগ-ইন হাইব্রিড গাড়ি চালাতে মাসে সর্বোচ্চ দেড় থেকে দুই হাজার টাকা খরেচ হবে। নতুন মডেলের প্লাগ–ইন হাইব্রিড ও হাইব্রিড প্লাস গাড়ির দাম এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্লাগ-ইন হাইব্রিড গাড়ির দাম পড়তে পারে ৬০ লাখ টাকার নিচে। অন্যদিকে হাইব্রিড প্লাস ধরনের গাড়ির দাম পড়বে ৫০ লাখ টাকার কম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক পরিসরে এমজি এইচএস একাধিক পুরস্কার পেয়েছে। ‘হোয়াট কার? অ্যাওয়ার্ডস ২০২৫’-এ সেরা প্লাগ-ইন হাইব্রিড ও পারিবারিক ব্যবহারে সেরা এসইউভি এবং ‘অটোকার অ্যাওয়ার্ডস ২০২৫’-এ বেস্ট ম্যানুফ্যাকচারার স্বীকৃতি পেয়েছে ব্র্যান্ডটি। দেশজুড়ে কোম্পানির সব বিক্রয়কেন্দ্র ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে এমজি এইচএসের এ দুটি সংস্করণের গাড়ির আগাম বুকিং দেওয়া যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ির’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বিটিভির জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’ দেশের শিশু–কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সেই সুযোগ তৈরি করেছে।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘শিশুদের জন্য আজকের এই অর্জন তাদের জীবনের এক বিশেষ মুহূর্ত। এটি তাদের আরও এগিয়ে যেতে, নিজেদের আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে। এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হলো নিজেকে আবিষ্কার করা।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আজকের এই আনন্দ ছড়িয়ে পড়বে দেশের অগণিত ঘরে। এই উৎসব শুধু উপস্থিত শিশুদের নয়, তাদের প্রতিটি পরিবারকেও আনন্দিত করবে—যারা ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে তাদের সন্তানদের সাফল্য দেখেছে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব।

আজ প্রধান উপদেষ্টা ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরা দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। ‘ক’ গ্রুপে টাঙ্গাইল জেলার প্রেয়সী চক্রবর্তী এবং ‘খ’ গ্রুপে সুনামগঞ্জ জেলার শুভ মিতা তালুকদার চ্যাম্পিয়ন হয়। তারা প্রত্যেকে একটি ক্রেস্ট ও তিন লাখ টাকার চেক পান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বিশেষ অতিথির বক্তব্য দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণ নিছক দুর্ঘটনা: পুলিশ
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৫)
  • পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বসম্প্রদায়ের নিন্দা
  • আজ টিভিতে যা দেখেবেন (১৪ নভেম্বর ২০২৫)
  • একই দিনে গণভোট ও নির্বাচন হলে সনদ বাস্তবায়ন ঝুঁকিতে পড়বে: খেলাফত মজলিস
  • ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন ফি জমা দেওয়ার সময় বৃদ্ধি
  • যে চার বিষয়ে হবে গণভোট, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত
  • স্কয়ার ফার্মার প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ২১.৫৪ শতাংশ
  • প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ির’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন