শেষটাই সবচেয়ে বাজে হলো। ২৯৪ রানের লক্ষ্য, আবুধাবিতে কাল তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় বাংলাদেশ ২৭.১ ওভারে অলআউট ৯৩ রানে। রেকর্ড ২০০ রানে জিতে তাতে ওয়ানডেতে প্রথমবার বাংলাদেশকে ধবলধোলাই করে ফেলল আফগানিস্তান।
বিলাল সামির পেস আর রশিদ খানের লেগ স্পিনে হাঁসফাঁস করেই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের দুর্দশার সবচেয়ে ভালো ছবিটা ফুটে উঠেছিল ২১তম ওভারে। রশিদ খানের বলে ব্যাট বাড়িয়ে দিয়েছিলেন নুরুল হাসান। কিন্তু রশিদ খানের গুগলিটা আঘাত করল তাঁর প্যাডে। রশিদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ারও আঙুল তুলে দেন মুহূর্তেই। রিভিউটা নুরুল নিয়েছিলেন ঠিকই, কাজ হয়নি। কীভাবে বলটা তাঁর পায়ে লাগল, চোখমুখে সেই অবিশ্বাস নিয়েই ড্রেসিংরুমে ফিরলেন নুরুল।
আবুধাবিতে কাল বাংলাদেশের ব্যাটিংয়ের প্রতীকই ছিল নুরুলের এই আউট। এমন নয়, রশিদ আসার আগে বাংলাদেশ খুব ভালো অবস্থায় ছিল। কিন্তু তাঁর গুগলিতে যেভাবে ব্যাটসম্যানরা বোকা বনে গেছেন, তাতে ওয়ানডেতে দীর্ঘদিন ধরে চলা হতাশার গল্পই লেখা হয়েছে আরও একবার। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড কাল নতুন করে লিখেছে বাংলাদেশ।
ভালো করতে পারেননি শেষ ম্যাচে একাদশে সুযোগ পাওয়া নাহিদ রানা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৯৩ রানে অলআউট, ২০০ রানের হার
শেষটাই সবচেয়ে বাজে হলো। ২৯৪ রানের লক্ষ্য, আবুধাবিতে কাল তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় বাংলাদেশ ২৭.১ ওভারে অলআউট ৯৩ রানে। রেকর্ড ২০০ রানে জিতে তাতে ওয়ানডেতে প্রথমবার বাংলাদেশকে ধবলধোলাই করে ফেলল আফগানিস্তান।
বিলাল সামির পেস আর রশিদ খানের লেগ স্পিনে হাঁসফাঁস করেই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের দুর্দশার সবচেয়ে ভালো ছবিটা ফুটে উঠেছিল ২১তম ওভারে। রশিদ খানের বলে ব্যাট বাড়িয়ে দিয়েছিলেন নুরুল হাসান। কিন্তু রশিদ খানের গুগলিটা আঘাত করল তাঁর প্যাডে। রশিদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ারও আঙুল তুলে দেন মুহূর্তেই। রিভিউটা নুরুল নিয়েছিলেন ঠিকই, কাজ হয়নি। কীভাবে বলটা তাঁর পায়ে লাগল, চোখমুখে সেই অবিশ্বাস নিয়েই ড্রেসিংরুমে ফিরলেন নুরুল।
আবুধাবিতে কাল বাংলাদেশের ব্যাটিংয়ের প্রতীকই ছিল নুরুলের এই আউট। এমন নয়, রশিদ আসার আগে বাংলাদেশ খুব ভালো অবস্থায় ছিল। কিন্তু তাঁর গুগলিতে যেভাবে ব্যাটসম্যানরা বোকা বনে গেছেন, তাতে ওয়ানডেতে দীর্ঘদিন ধরে চলা হতাশার গল্পই লেখা হয়েছে আরও একবার। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড কাল নতুন করে লিখেছে বাংলাদেশ।
ভালো করতে পারেননি শেষ ম্যাচে একাদশে সুযোগ পাওয়া নাহিদ রানা