২০ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের
Published: 15th, October 2025 GMT
আফগান সীমান্তে সংঘর্ষে ১৫ থেকে ২০ জন আফগান তালেবানকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ দাবি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোরে আফগান তালেবানরা ‘স্পিন বোলদাক এলাকার চারটি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। পাকিস্তানি বাহিনী আক্রমণটি কার্যকরভাবে প্রতিহত করেছে।’
এতে জানানো হয়েছে, পাকিস্তানি সেনারা আক্রমণ প্রতিহত করার সময় ১৫ থেকে ২০ জন আফগান তালেবানকে হত্যা এবং আরো বেশ কয়েকজনকে আহত করেছে।
পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখনো জটিল হচ্ছে। ফিতনা-আল-খোয়ারিজ এবং (আফগান) তালেবানদের ঘাঁটিগুলোতে আরো তৎপরতা গড়ে তোলার খবর পাওয়া যাচ্ছে।
নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ফিতনা-আল-খোয়ারিজ বলে আখ্যা দিয়ে থাকে পাকিস্তানি সেনাবাহিনী।
প্রসঙ্গত, বুধবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ পোস্ট করে বলেন, “আজ সকালে পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালায়। এতে ১২ জন বেসামরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।”
এর আগে গত রবিবার আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছিল তালেবান। এই হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দৈনিক খবরের কাগজের পত্রিকার ৩য় বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের অসিত কুমার দাস, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, দৈনিক মানবজমিনের আবু বকর সিদ্দিক, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রবিউল হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাজহারুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের পত্রিকার মিজান রহমান, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, কবির হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, তৌরভ হোসেন, রাশেদুল হাসান রাসেল, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।