বিপিএলের খেলা মাঠে থাকবে আর বিতর্কের স্ফুলিঙ্গ ছড়াবে না, তা কি হয়! অতীতের মতো একাদশ বিপিএলও ৩০ ডিসেম্বর মাঠে গড়িয়েছে অনেক কমতি নিয়ে। সেই ঘাটতিগুলোই এখন সমস্যা আকারে প্রকাশ পাচ্ছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই লিগ শুরুর ১৫ দিনের মাথায় সম্মানীর দাবিতে বিদ্রোহ হয়েছে দুর্বার রাজশাহীতে।

নির্ধারিত সময়ে প্রথম কিস্তির টাকা না দেওয়া ক্রিকেটারদের মধ্যে অস্বস্তি আগে থেকে ছিল। তার ওপর দেরিতে পাওয়া ২৫ শতাংশ সম্মানীর চেক বাউন্স হয়েছে। কষ্টের টাকা না পেলে ক্রিকেটারদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। মানসিক অস্থিরতার মধ্যে অনুশীলনে মনোযোগ রাখা কঠিন। তাই গত দু’দিন চট্টগ্রামে অনুশীলনও করেননি রাজশাহীর ক্রিকেটাররা। দলের ভেতরে টুকটাক অপ্রীতিকর ঘটনা ঘটার কথাও শোনা গেছে। জানা গেছে, পুরোপুরি গুমট একটা পরিবেশ দলের ভেতরে। এর ভেতরেই কাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ রাজশাহীর।

রাজশাহীকে ফ্র্যাঞ্চাইজি করার সময়ই সমালোচনা ছিল। আর্থিক সক্ষমতা নিয়েও ছিল প্রশ্ন। টুর্নামেন্ট শুরুর পর সে দুর্বলতা টের পেয়ে গেছেন ক্রিকেটাররা। আইকন ক্রিকেটার তাসকিন আহমেদকে পর্যন্ত সম্মানীর টাকা দেওয়া হয়নি বলে গুঞ্জন। জাতীয় দলের এ ফাস্ট বোলার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি হয়তো। সে কারণেই নিজেকে হোটেলবন্দি করে রেখেছেন তিনি। রাজশাহীর ক্রিকেটাররা কবে নাগাদ টাকা পেতে পারেন, তা কেউ বলতে পারছেন না।

বিসিবি সূত্রে জানা গেছে, এই পরিস্থিতিতে দলের একজন কর্মকর্তা মালিকের পক্ষ নিয়ে কথা বলায় একজন ক্রিকেটারের কাছে হেনস্তার শিকার হয়েছেন। সবচেয়ে বড় কথা, এত কিছু ঘটে যাওয়ার পরও মালিক পক্ষের কেউ খেলোয়াড়দের সঙ্গে দেখা করেননি। ক্রিকেটাররা মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ। এ ব্যাপারে দলের ম্যানেজার মেহরাব হোসেন অপিকে ফোন করে সাড়া পাওয়া যায়নি।

তবে দলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মালিকের স্ত্রী বলের আঘাতে আহত হওয়ায় চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। সেখান থেকে ফিরতে দেরি হওয়ায় টাকা নগদ করা সম্ভব হচ্ছে না। মালিক অপারেশন্স ম্যানেজারকে বলেছেন, দেশে ফিরে ক্রিকেটারদের নগদ টাকা দেবেন। চেক ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেছেন।’

এ থেকে বোঝা যায়, খেলোয়াড়দের ঠান্ডা রাখতে চেক দেওয়া হয়েছিল। রাজশাহীর মালিক পক্ষের কেউ না এলেও গতকাল সন্ধ্যায় ক্রিকেটারদের আশ্বস্ত করতে চট্টগ্রামে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। হোটেল র‍্যাডিসনে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতির মিটিংও হয়েছে। জানা গেছে, ফারুক আশ্বস্ত করায় ক্রিকেটাররা ম্যাচ খেলতে রাজি হয়েছেন।

রাজশাহীর এই ঘটনা বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোতেও প্রভাব পড়েছে। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আলোচনার বিষয়ই ছিল সম্মানী না পাওয়া। কে কতটা সম্মানী দিয়েছেন, সেই খোঁজ নিচ্ছিলেন খেলোয়াড়রা। লিগের খেলা শেষ হওয়ার আগে সম্মানীর ৫০ শতাংশ টাকা পাওয়া নিয়ে সংশয়ে অনেকে।

জাতীয় দলের একজন ক্রিকেটার নাম গোপন রাখার শর্তে বলেন, ‘আমরা টাকার জন্য খেলি। সেই টাকা সময়মতো না দিলে মনমানসিকতা ভালো থাকে না। টুর্নামেন্টের অর্ধেক হয়েছে অথচ এখনও ২৫ শতাংশ টাকা দেয়নি। অথচ টুর্নামেন্ট শুরুর আগে চুক্তির অর্ধেক টাকা দেওয়ার কথা। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে বাকি ২৫ শতাংশ এবং খেলা শেষে ২৫ শতাংশ দেবে। অথচ কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ম মানছে না। ছয়টি ফ্র্যাঞ্চাইজি মাত্র ২৫ শতাংশ টাকা দিয়েছে।’

অনিয়মই যেখানে নিয়ম, সেখানে সম্মানীর টাকা সময়মতো পাওয়ার নিশ্চয়তা থাকে না। সবচেয়ে বড় কথা, ব্যাংক জামানতই তো দেয়নি বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি। বিষয়গুলো নিয়ে কথা বলতে বিসিবি সভাপতিকে ফোন করা হলেও ধরেননি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল একজন ক

এছাড়াও পড়ুন:

সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন

প্রথিতযশা অধ্যাপক ও পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেন ছিলেন একজন সব্যসাচী মানুষ। তিনি নিজের কাজের মাধ্যমে বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন। তাঁর ঐতিহ্য শিক্ষার্থীদের ধারণ করতে হবে।

জ্ঞানতাপস কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে স্মারক বক্তৃতা, বৃত্তি, পদক, পুরস্কার ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানের যৌথ আয়োজক কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট।

অনুষ্ঠানে ‘যুগলের বন্ধন: কাজী নজরুল ইসলাম-কাজী মোতাহার হোসেন’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। তিনি দুই বন্ধুর সম্পর্কের রসায়নের নানা দিক তুলে ধরেন।

প্রধান অতিথি বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, এই অনুষ্ঠানের দুটো প্রাপ্তি আছে। প্রথমত, মানুষের অবদান ও মেধাকে স্বীকার করা হচ্ছে। দ্বিতীয়ত, এই উপমহাদেশের একজন প্রথিতযশা সব্যসাচী মানুষের ঋণ স্বীকার করা হচ্ছে।

কাজী মোতাহার হোসেন যেকোনো বিবেচনায় একজন দার্শনিক বলে উল্লেখ করেন নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন। প্রথম সারির পরিসংখ্যানবিদ, বিভাগের প্রতিষ্ঠাতা ছাড়াও তিনি অনেকগুলো সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, প্রভাব বিস্তার করেছেন। একজন মানুষের ছোট জীবদ্দশায় এত গুণ সন্নিবেশিত করা কঠিন। কিন্তু তিনি তা করে দেখিয়েছেন।

সবাইকে নিয়ে চলা, প্রতিষ্ঠান তৈরি করা, নিজের জগতের বাইরে নানা কিছুতে হাত বাড়িয়ে দেওয়ার মতো ঐতিহ্য কাজী মোতাহার হোসেন করে গেছেন বলে উল্লেখ করেন নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, তাঁর সম্মানে যাঁরা আজ স্বীকৃতি পেলেন, তাঁরা এই ঐতিহ্যকে ধারণ করবেন। এটা (বিশ্ববিদ্যালয়) যে সামাজিক প্রতিষ্ঠান, সে বার্তা দেবেন। যেসব শিক্ষার্থী সম্মাননা পাচ্ছেন, তাঁদের ছোট প্রোফাইল তৈরি করে ওয়েবসাইটে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল মাজেদ বলেন, কাজী মোতাহার হোসেন একজন সব্যসাচী মানুষ ছিলেন। বিজ্ঞানের এমন কোনো দিক নেই, যেখানে তাঁর পদচারণা ছিল না। তিনি দাবা খুব পছন্দ করতেন। দাবা খেলার কথা শুনলে তিনি ছুটে যেতেন। কাজী মোতাহার হোসেনকে নিয়ে তাঁর শোনা নানা গল্প তিনি স্মৃতিচারণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাফর আহমেদ খান বলেন, কাজী মোতাহার হোসেন পরিসংখ্যান চর্চার পথিকৃৎ ছিলেন। বিজ্ঞান, দাবাচর্চারও পথিকৃৎ ছিলেন। এমন কোনো পুরস্কার নেই যে, তিনি পাননি। তাঁর দেখানো পথে যেন শিক্ষার্থীরা নিজেদের আলোকিত করতে পারেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন। এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভিন্ন বর্ষের সেরা শিক্ষার্থীদের বই, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া কাজী মোতাহার হোসেনকে নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • গঙ্গাচড়ায় হিন্দুবাড়িতে হামলা ঠেকাতে ‘পর্যাপ্ত’ ব্যবস্থা নেওয়া হয়নি
  • নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর
  • দেশের চারজনের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার
  • ফ্যাসিবাদ, উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে
  • ডেঙ্গুতে দুজনের, করোনাভাইরাসে একজনের মৃত্যু
  • জাওয়াইদেহ বেদুইনদের মৌখিক সাহিত্য
  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন