পাবনার ঈশ্বরদীতে সাজ্জাদ হোসেন সাগর নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পাকশী ইউনিয়নের যুক্তিতলা লাইনপাড়া এলাকায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাজ্জাদ হোসেন সাগর নওগাঁর বদলগাছী উপজেলার টয়নারী গ্রামের বাসিন্দা। তিনি ২০ বছর ধরে যুক্তিতলা লাইনপাড়া এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার বিকেলে প্রতিবেশী এক শিশু পাশের বাড়ির একটি দোয়া মাহফিল অনুষ্ঠানের খাবার দিতে গিয়ে সাগরের বাসার দরজা খোলা দেখতে পায়। ঘরে প্রবেশ করে সাগরকে অচেতন অবস্থায় দেখে সে। এ সময় তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। মাথার কাছে জমির দলিল, হাতুড়ি, দা, বঁটি পড়ে ছিল। শিশুটি তাৎক্ষণিক এলাকাবাসীকে খবর দিলে তারা এসে থানায় জানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
সাগরের স্ত্রীর ভাগনি কাকলি খাতুন বলেন, তিন বছর আগে তাঁর খালা মারা যান। তখন থেকেই খালু একাই এ বাসায় বসবাস করতেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কীভাবে মারা গেছেন, তা জানেন না।
থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫০.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাউথইস্ট ব্যাংকের ২০.৪৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৬.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩.১১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২.০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ ও পূবালী ব্যাংকের ১১.০৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/ফিরোজ