বিপিএলের অনিয়ম খুঁজতে এনএসসির সত্যানুসন্ধান কমিটি
Published: 30th, January 2025 GMT
বিপিএলে অংশগ্রহনকারী ক্রিকেটারদের পারিশ্রমিক বিষয়ক চলমান ইস্যু নিয়ে সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
তিন সদস্যের ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এনএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বিপিএল টি২০ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন করা হয়েছে। কিন্তু চলতি আসরে ক্রিকেটারেদর পারিশ্রমিক বকেয়া নিয়ে গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন ধরেই ক্রিকেটারেদর সঙ্গে চুক্তি বিষয়ক ব্যাপারগুলো তদন্ত করবে এই কমিটি।
সেখানে কোন ধরনের বিচ্যুতি থাকলে তা বের করবে এই সত্যানুসন্ধান কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে (ক্রীড়া) আহবায়ক করে সচিব করা হয়েছে চেয়ারম্যানের একান্ত সচিবকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে এনএসসির সহকারি পরিচালকে (ক্রীড়া)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে