রিজওয়ানকে সরিয়ে শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের অধিনায়ক বানাল পিসিবি
Published: 21st, October 2025 GMT
পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। তাঁর জায়গায় শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের নতুন অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডি টেস্টে গতকাল প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত জানায় পিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ টেস্টে ৩৩ বছর বয়সী রিজওয়ান এবং ২৫ বছর বয়সী আফ্রিদি দুজনেই খেলছেন।
রিজওয়ানকে সরানোর কোনো কারণ জানায়নি পিসিবি। এমনকি পিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর নামও উল্লেখ করা হয়নি। বোর্ডের ভাষ্য অনুযায়ী, ইসলামাবাদে নির্বাচক কমিটি ও সাদা-বলের দলের প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রিজওয়ানকে সরানোর ইঙ্গিত আগেই দিয়েছিল পিসিবি। গত সপ্তাহে পিসিবির বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে রিজওয়ানকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুননেতৃত্ব হারাতে পারেন রিজওয়ান, কে হবেন পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক১৯ অক্টোবর ২০২৫উল্টো তারা জানায়, কোচ হেসন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে আহ্বান জানিয়েছেন যেন তিনি নির্বাচক ও উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করে নতুন অধিনায়ক নিয়োগ দেন। ক্রিকেটভিত্তিক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, রিজওয়ানকে সরানোর এই সিদ্ধান্ত সরাসরি কোচের পক্ষ থেকে আসেনি, তবে এ বিষয়ে পিসিবির উচ্চ পর্যায়ের সিদ্ধান্তগ্রহনে তাঁর সমর্থন ছিল।
নেতৃত্ব হারালেন মোহাম্মদ রিজওয়ান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জওয় ন
এছাড়াও পড়ুন:
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
আরো পড়ুন:
১৩ দিনে পাঁচবার ভূমিকম্পে কাপল নরসিংদী
আবারো ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী
ভূমিকম্পের ফলে সমুদ্রের কোথাও কোথাও এরই মধ্যে দেড় ফুট উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসর প্রকাশিত তথ্যে দেখা গেছে, সাত দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটি ছিল দেশটির উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের ৩৩ মাইল গভীরে।
জাপানের আবহাওয়া সংস্থা এরই মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, প্রায় ১০ ফুট উচ্চতার আঘাত হানতে পারে এই ভূমিকম্পের ফলে।
জাপানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সুনামির সতর্কতা জারির পর ওসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির।
ঢাকা/এসবি