টেস্টে স্মিথের ক্যাচের ডাবল সেঞ্চুরি
Published: 9th, February 2025 GMT
রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) শ্রীলঙ্কার মাটিতে ১৩ বছর পর কোনও টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালের আগস্টে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অসজিরা। স্বাগতিকদের দেওয়া ৭৫ রানের লক্ষ্যে মাত্র ১ উইকেট খুইয়ে পৌঁছে যায় স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে ২০০৬ সালের পর আবারও উপমহাদেশের মাটিতে কোন দলকে হোয়াইটওয়াশ করল তারা। একই সাথে কাপ্তান স্মিথ স্পর্শ করলেন একটি মাইলফলক।
রবিবার স্লিপে কুশল মেন্ডিসের ক্যাচ নিয়ে স্মিথ টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে (উইকেটকিপার ছাড়া) ২০০ ক্যাচের মাইলফলক ছুঁলেন। তিনি একমাত্র অস্ট্রেলিয়ান, যিনি এই মাইলফলকে ছুঁতে পেরেছেন। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের মধ্যে ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় (২১০টি) ক্যাচ নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন। ২০৫ ক্যাচ নিয়ে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেও আছেন স্মিথের উপরে। আর সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিন আফ্রিকার জ্যাক ক্যালেসের ক্যাচ সংখ্যা স্মিথের সমান ২০০টি।
আরো পড়ুন:
‘দশ হাজারি’ ক্লাবে স্টিভেন স্মিথ
ভারতে সিরিজ জয় অ্যাশেজ জেতার থেকেও বড়: স্মিথ
কেবল মাত্র দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের জো রুট ২০৭টি ক্যাচ নিয়েছেন এবং এখনও খেলে যাচ্ছেন। স্মিথ বাকিদেরকে পেছেনে ফেলাটা হয়ত সময়ের ব্যাপার, তবে বয়সের বাস্তবতায় রুটকে হটিয়ে শীর্ষস্থানটা কখনও নিতে পারবে কিনা সেই ব্যাপারে আছে সন্দেহ। তাছাড়া প্রতি ক্রিকেট বর্ষেই সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচ খেলে ইংলিশরা। স্মিথ এবং রুট, দুজনেরই টেস্টে সেঞ্চুরি ৩৬টি করে। তাই শতক নিয়েও একটা অলিখিত লড়াই বজায় থাকবে দুজনের মাঝে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের
২৮ নভেম্বর, ২০০৬—এদিন খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। ১৯ বছর পর আজ বাংলাদেশ খেলতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি কাকতালীয়ভাবে বাংলাদেশের জন্য এশিয়া কাপে টিকে থাকার লড়াই।
আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেই এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ।
১৯৯টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ ম্যাচ, হেরেছে ১১৫ ম্যাচ। আজ টি-টোয়েন্টিতে ৮০তম জয় পেতে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে মাইলফলক ছোঁয়ার ম্যাচগুলোতে দলের আগের কীর্তি।
শততম টি–টোয়েন্টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ।