রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) শ্রীলঙ্কার মাটিতে ১৩ বছর পর কোনও টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালের আগস্টে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অসজিরা। স্বাগতিকদের দেওয়া ৭৫ রানের লক্ষ্যে মাত্র ১ উইকেট খুইয়ে পৌঁছে যায় স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে ২০০৬ সালের পর আবারও উপমহাদেশের মাটিতে কোন দলকে হোয়াইটওয়াশ করল তারা। একই সাথে কাপ্তান স্মিথ স্পর্শ করলেন একটি মাইলফলক। 

রবিবার স্লিপে কুশল মেন্ডিসের ক্যাচ নিয়ে স্মিথ টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে (উইকেটকিপার ছাড়া) ২০০ ক্যাচের মাইলফলক ছুঁলেন। তিনি একমাত্র অস্ট্রেলিয়ান, যিনি এই মাইলফলকে ছুঁতে পেরেছেন। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের মধ্যে ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় (২১০টি) ক্যাচ নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন। ২০৫ ক্যাচ নিয়ে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেও আছেন স্মিথের উপরে। আর সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিন আফ্রিকার জ্যাক ক্যালেসের ক্যাচ সংখ্যা স্মিথের সমান ২০০টি।

আরো পড়ুন:

‘দশ হাজারি’ ক্লাবে স্টিভেন স্মিথ

ভারতে সিরিজ জয় অ্যাশেজ জেতার থেকেও বড়: স্মিথ 

 

কেবল মাত্র দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের জো রুট ২০৭টি ক্যাচ নিয়েছেন এবং এখনও খেলে যাচ্ছেন। স্মিথ বাকিদেরকে পেছেনে ফেলাটা হয়ত সময়ের ব্যাপার, তবে বয়সের বাস্তবতায় রুটকে হটিয়ে শীর্ষস্থানটা কখনও নিতে পারবে কিনা সেই ব্যাপারে আছে সন্দেহ। তাছাড়া প্রতি ক্রিকেট বর্ষেই সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচ খেলে ইংলিশরা।  স্মিথ এবং রুট, দুজনেরই টেস্টে সেঞ্চুরি ৩৬টি করে। তাই শতক নিয়েও একটা অলিখিত লড়াই বজায় থাকবে দুজনের মাঝে।      

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ