Samakal:
2025-11-04@09:08:38 GMT

কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি

Published: 11th, February 2025 GMT

কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশটিতে এটিই তাঁর প্রথম সফর। সফরে মোদি বাণিজ্য ও অন্যান্য বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ওয়াশিংটন গন্তব্য হলেও, সরাসরি সেখানে যাচ্ছেন না মোদি। গতকাল সোমবার তিনি ফ্রান্সে গেছেন। সেখানে আজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকে করবেন। যোগ দেবেন ‘এআই অ্যাকশন’ সামিটে।

এরপর আগামীকাল তিনি প্যারিস থেকে যাবেন ওয়াশিংটনে। সেখানে বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে বলে জানান। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৫ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির কর্তৃপক্ষ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের ব্যবসা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে।

কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, এমজেএল বিডি, হাক্কানী পাল্প, মেঘনা পেট্রোলিয়াম এবং রহিমা ফুড।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে আগামী ৮ নভেম্বর হাক্কানী পাল্প, ৯ নভেম্বর মেঘনা পেট্রোলিয়াম, ১০ নভেম্বর এনভয় টেক্সটাইল ও এমজেএল বিডি এবং ১১ নভেম্বর রহিমা ফুডের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ